19-06-2022, 08:29 AM
(16-06-2022, 08:32 PM)kumdev Wrote: ... মেয়েদের পেটের ক্ষিধেই কি সব।...
সুমন (বরদার প্রিয় সুমনা) তো দিবানিশি অহর্নিশ নিশ্চুপে স্বামী-পুত্র-সংসারের প্রতি নিজের দায়িত্ব-কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে. কখনও কোনো অভিযোগ করার বিন্দুমাত্র সুযোগ দেয়নি. কিন্তু তার চাহিদা কি কোনো চাহিদা নয়? তার অবচেতনে অতৃপ্ত প্রত্যাশা পূরণের আকাঙ্ক্ষা কি পুরো অনৈতিক !? অন্তর্যামীর ইচ্ছেয় এবং অদৃশ্য অঙ্গুলি-হেলনে কি ঘটনাক্রমে পরিস্থিতি এরকম সুযোগ তৈরী করে দিতে পারে? কোনো সঙ্গিনী (not exactly partner in crime) আগামীতে কি সত্যি সুমনার জীবনের সেই মোড়ে সেই লক্ষ্যেপূরণে অনুঘটকরূপে আবির্ভূতা হবে? আর সেই দেবদূত/ফরিস্তারই কিভাবে অনুপ্রবেশ হবে সঠিক সংযোগ বিনে? আজন্মলালিত সংস্কারের বাঁধাই বা কিভাবে সুমনা ভাঙ্গতে সক্ষম হবে? 'ছিন্নমূল' কি নতুন পরিবেশে নতুন মাটিতে এক নতুন প্রাণকে আশ্রয় করে নিজের স্থায়িত্ব খুঁজে পাবে? সবকিছু জেনেশুনেও বরদাবাবুর বিচক্ষণ, ধৈর্য্যশীল এবং সহমর্মী প্রকৃতি সেই নতুন প্রাণকে নিজের ভালবাসা ও স্নেহের পরশে আপন করে নিতে কি কার্পণ্য করবেন? না নিজের সুমনের প্রতি ভালবাসার দরুন সুমনের এই জীবন্ত অংশের পিতা না হয়েও দৃঢ়চিত্তে পিতার কর্তব্য পালন করবেন? ... খুবই জটিল... খুবই ধোঁয়াশাময়.
কিন্তু আমাদের দুষ্ট জাদুকরও তো কোনো অংশে কম নন. মাথা নাড়িয়ে দাঁড়ি ঝাঁকিয়ে চোখ বড় বড় করে নিজের ঝোলা থেকে কি বার করেন দেখার জন্য উদগ্রীবচিত্তে অপেক্ষা করে রয়েছি, আরো সব পাঠক-পাঠিকাদের মতো. কি হতে পারে... খরগোশ... না বেড়াল... না শুধু চোখে পুরো ধাঁধা !!!
কিন্তু আমাদের দুষ্ট জাদুকরও তো কোনো অংশে কম নন. মাথা নাড়িয়ে দাঁড়ি ঝাঁকিয়ে চোখ বড় বড় করে নিজের ঝোলা থেকে কি বার করেন দেখার জন্য উদগ্রীবচিত্তে অপেক্ষা করে রয়েছি, আরো সব পাঠক-পাঠিকাদের মতো. কি হতে পারে... খরগোশ... না বেড়াল... না শুধু চোখে পুরো ধাঁধা !!!