18-06-2022, 09:33 PM
এই কাহিনীর প্রথম ওই সূচনা পড়ে কে বুঝবে এই গল্পের আসল জাদু আসলে কি? ঐযে বলেছিলাম আগেই শুরুর অংশ একটা পানু গল্পের মতো হলেও যত পর্ব এগোবে এই কাহিনী সেই পানু নামক নামকরণ ত্যাগ করে এক বাস্তবের গল্প হয়েছে উঠবে। আজগুবি পানু গল্পের চরিত্র গুলো রক্ত মাংসের মানুষ হয়েছে উঠবে। যার মধ্যে ভালোবাসা আছে, দুঃখ বেদনা আছে, চাহিদা আছে, ক্ষিদে আছেন, লোভ আছে রাগ আছে...... সব আছে। তিনটে পর্ব একসাথে পড়লাম। গল্পটা ভালোর থেকে দারুনের দিকে এগোচ্ছে। আজকের পর্ব পড়ে সুদীপের একটা কমল দিক ধরা পড়লো। ♥️