18-06-2022, 06:23 PM
(18-06-2022, 01:47 AM)boro bara Wrote: রোজ একের পরে এক ব্লাস্টিং পর্ব দিচ্ছেন তো? অসাধারণ। আসতে আসতে জট খুলছে। লালির ব্যাপার টা মাথায় ছিল না। টিজার পরে আর গত পর্ব গুলো তে লালির ব্যাপার গুলো কে দেখে মনে হচ্ছিল, সাধারণ মিষ্টি মেয়ে একটা। কিন্তু এতো এক কাঠি উপরে।
সত্যি , এ কিন্তু মেইন স্ট্রীম গল্প দিদি। কি জানি হয়ত কোনদিন দেখব, এই গল্প বই এর আকারে পাওয়া যাচ্ছে। দুর্দান্ত। থ্রিলারের থেকে কম কিছু না। অসাধারণ। কিছু রেপু আর লাইক দিলাম দিদি। কাহিনী চলুক। আপনার কাহিনী শুরু হলে একটাই খারাপ লাগে তা হলো হুশ করে শুরু হয়, আর মাস খানেকেই শেষ হয়ে যায়। হয়ত এটাই আপনার স্টাইল। কাহিনী শেষ না করে আপনি এখানে দেওয়া শুরু করেন না , সেদিনেই দেখলাম কাকে লিখলেন। একসাথেই পুরো টা পড়তে ইচ্ছে হচ্ছে মারাত্মক।
অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ লালি এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ। খুব ই গুরুত্বপূর্ণ।