18-06-2022, 06:22 PM
(18-06-2022, 12:07 AM)sudipto-ray Wrote: মহান ঋষি ব্যাসদেব মনে হয় মহাভারতের এই অন্তিম পর্বটি লিখতে ভুলে গিয়েছিলেন, যেটা তুমি লিখছ দিদি। এটা যেন আধুনিক মহাভারতের একটা কাহিনী। মহাভারতের মহারথীরা সবাই ফিরে এসেছেন, অশুভ শক্তিকে দমন করার জন্য।
তোমাকে অনুরোধ করবো দিদি, গল্পটাতে আরও কিছু কল্পকাহিনী যুক্ত করে বড় পরিসরে লেখার জন্য। আসলে এত সুন্দর একটা গল্প আর কয়েকটা পর্বেই শেষ হয়ে যাবে, এটা ভাবতেও কষ্ট হচ্ছে। যদিও জানি সব কিছুরই একটা সীমাবদ্ধতা থাকে, তবুও বললাম।
আপডেটের জন্য লাইক ও রেপুটেশন(+2) দুটোই।
হাহাহাহা। কি যে বল!! খুব একটা ছোট না এই কাহিনী টাও। হিসাবে মন ১ এর সমান সমান। তবে কাহিনী তো, গুটিয়ে আনতে সময় আর পরিসর দুটোই লাগবে।