18-06-2022, 06:19 PM
(17-06-2022, 07:36 PM)Baban Wrote: প্রতি পর্বের সাথে আকর্ষণ ভয় আর উৎসাহ বেড়েই চলেছে। এযে আর ফ্যান্টাসি নয়, একেবারে থ্রিলার পড়ছি। দুইয়ের মিলনে ফ্যান্টাসি থ্রিলার!! তারওপর এইরকম লেখনী। সব মিলে ওই মগনলাল এর ভাষায় নাজুক নাজুক ♥️
বুম্বাদা ঠিকই ধরেছে। ভীম ও অর্জুন নবরূপে, মানব সন্তান রূপে আবারো ফিরে এসেছে। কিংবা তাদের যোগ্যতা ক্ষমতা ও তেজ দান করেছে এই চিহ্নিত মানবদের। সাথে লালি! দুর্ধর্ষ পর্ব ছিল এটা। ওই লড়াই এর মুহুর্তটা সাংঘাতিক। তবে বাঘমুড়া যে আর সহজে হারার পাত্র নয়, সেও তা বুঝিয়ে দিলো। ঐযে আগেই বলেছিলাম এই গল্পের খলনায়ক সে আবার সবচেয়ে বড়ো আকর্ষণ স্বয়ং সেই।
হাহা। ঠিক বলেছ। তবে গল্প এগোক। দেখা যাক কি হয়।