17-06-2022, 11:57 PM
প্রথমেই একটা কথা বলি দিদি আমার কাছে গল্পটা কোন ভাবেই ফ্যান্টাসি ফর্মে পড়ছে না, এটা থ্রিলার এর চেয়ে কম নয়।
এবার গল্পে আসি, ভগবান যতবারই ধরাধামে এসেছেন ততবারই তার সাঙ্গ পাঙ্গ নিয়েই এসেছেন। তিনি তার লীলা দেখিয়েছেন আর চুপিসারে বাকিদের দিয়ে কাজ করিয়ে নিয়েছেন। আর যখন নিজে সেই কাজে হাত দিয়েছেন তখন আর রক্ষে নেই সেটা স্বয়ং সেই পাপীও জানতো।
রহিম যে শক্তির এক অংশ সেটাতো আগেই জানতে পেরেছি তবে আজ অভির চেয়ে বেশি অবাক হয়েছি লালি কে দেখে। আগের চার পর্বে লালি যে এমন এক শক্তির অংশ সেটা একদম বুঝা যায় নি। ওদিকে তারকিনী, পিশাচ, অশ্বথামা আর বাঘমুড়ো একত্রিত হচ্ছে যার শক্তি আজ দুজনকে প্রতিহত করতে পেরেছে ঠিকই কিন্তু তিনজনের সামনে দাড়াতে পাড়েনি তার মানে আরও কোন ভয়ংকর শক্তি এদের সাথে সামনে যোগ দিবে।
তবে ভয় নেই হীরা রূপি কৃষ্ণও তার বাকি শক্তির প্রকাশ একে একে করবে আর তাতেই তো গল্পটা আরও জমে উঠবে।
এবার গল্পে আসি, ভগবান যতবারই ধরাধামে এসেছেন ততবারই তার সাঙ্গ পাঙ্গ নিয়েই এসেছেন। তিনি তার লীলা দেখিয়েছেন আর চুপিসারে বাকিদের দিয়ে কাজ করিয়ে নিয়েছেন। আর যখন নিজে সেই কাজে হাত দিয়েছেন তখন আর রক্ষে নেই সেটা স্বয়ং সেই পাপীও জানতো।
রহিম যে শক্তির এক অংশ সেটাতো আগেই জানতে পেরেছি তবে আজ অভির চেয়ে বেশি অবাক হয়েছি লালি কে দেখে। আগের চার পর্বে লালি যে এমন এক শক্তির অংশ সেটা একদম বুঝা যায় নি। ওদিকে তারকিনী, পিশাচ, অশ্বথামা আর বাঘমুড়ো একত্রিত হচ্ছে যার শক্তি আজ দুজনকে প্রতিহত করতে পেরেছে ঠিকই কিন্তু তিনজনের সামনে দাড়াতে পাড়েনি তার মানে আরও কোন ভয়ংকর শক্তি এদের সাথে সামনে যোগ দিবে।
তবে ভয় নেই হীরা রূপি কৃষ্ণও তার বাকি শক্তির প্রকাশ একে একে করবে আর তাতেই তো গল্পটা আরও জমে উঠবে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।