17-06-2022, 07:15 PM
খুবই বড়ো একটা article. তবে সত্যিই ভাবার বিষয় এই পৃথিবীর বা বলা উচিত ক্রমশ আধুনিক হতে থাকা এই বিশ্বের মধ্যে আজও কত কত রহস্য লুকিয়ে যার সন্ধান আজও মহান ও আধুনিক বিজ্ঞান করতে পারেনা। কারণ হয়তো সেই পুরানকালের বিদ্যা বুদ্ধি ও বিজ্ঞান আজকের তুলনায় হাজার গুন বেশি উন্নত ছিলো এবং অবশ্যই শিল্প। পাথর ভেঙে কারুকার্য করা সকল কাঠামো যা আমাদের আকর্ষণ ও গর্ব তা আজকের দিনে পুনরায় সৃষ্ট করা ভাবাই যায়না। এর মাঝেই সেই অমর মানবদের একজন যার চিন্তাধারার সাথে কেউ সম্মত হোক বা না কিন্তু তাকে এড়িয়ে যাওয়া সোজা নয়। রহস্য সন্ধান যেন মানুষের মজ্জায় ঢুকে গেছে। বিশ্বাস ও অবিশ্বাস এর মাঝে দাঁড়িয়ে মানুষ সত্যের সন্ধানে আগ্রহী। আর সত্য সন্ধানে যদি কেউ পথ প্রদর্শক হয় তাহলে তো কথাই নেই। আর সেই পথ প্রদর্শক যদি স্বয়ং প্রশ্নের উত্তর হন তো আর কিচ্ছু বলার থাকেনা।