17-06-2022, 05:58 PM
(17-06-2022, 05:24 PM)sudipto-ray Wrote: আপনার এই থ্রেডে আমি আসিই না। আজ এলাম, আর চোখে পড়ল আপনার ছেলের সৃষ্টি। এই বয়সে এত সুন্দর ছবি আঁকে, অবিশ্বাস্য ও মনোমুগ্ধকর। ছেলেবেলায় আমিও খুব সুন্দর ছবি আঁকতাম, কিন্তু বাবা-মায়ের গুণগ্রাহী দৃষ্টির অভাবে সেটা হারিয়ে গেছে। আপনাকে অনুরোধ করব দাদা, ছেলের এই মেধার দিকে বিশেষভাবে নজর দেয়ার জন্য।
অঙ্কনের বিষয়টাতে অবশ্যই নজর দিই। তবে, শুধু এই বিষয় নয় .. আসলে ওকে আমি কোনো বিষয়ই pressurize করে কিছু চাপিয়ে দিই না। ওর যেটা ভালো লাগে সেটাই করতে দেওয়া হয়, তবে ভীষণ দুষ্টু।