16-06-2022, 11:05 PM
(16-06-2022, 10:03 PM)Baban Wrote: ভয়ানক বীভৎস এক পর্ব! যদিও শেষে একটা ভালোলাগা ছিল কিন্তুতার পূর্বের অংশ উফফফফ! আগন্তুক ওরফে অশ্বথামা, চিনতে কষ্ট হয়নি তাকে আর পিশাচ, তারকীনি আর নির্মম হত্যা আর সন্ধি। কালো শক্তিও ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে ওদিকে অবতারও নিজ গুনে বৃদ্ধি পাচ্ছে শরীরে, মনে আর হৃদয়ে ❤
আসবে সে লড়তে
সাম্রাজ্য গড়তে
সেই মৃত্যুপিশাচ কে
আসবে কেউ রুখতে
নানা নামে ডাকি তারে
নানা রূপে চিনি মোরা
তার তেজে তার কাছে
হারবে যে বাঘমুড়া
তবে সে অবশ্য অনেক দেরী আছে।
হ্যাঁ একটু দেরী আছে। মোটামুটি সতের আঠেরো পর্বে শেষ হবে গল্প টা। দেখি।