16-06-2022, 11:03 PM
(16-06-2022, 09:34 PM)boro bara Wrote: আজকের পর্ব টা কি ছিল!!!!! বাপরে!!!
পড়তে পড়তেই কেমন গা শির শির করছিল। বুম্বা ঠিক ই ধরেছেন। অশ্বথামা ওটা !!! কি ভাবে আঁকতে পারেন দিদি এসব? এতো ভয়ঙ্কর ভাবে শেয়াল গুলো এলো। ভেবেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। তন্ত্র বিদ্যা নিয়েও মনে হয় পড়াশোনা করেছেন আপনি দিদি। জানিনা এই সব আছে কিনাতন্ত্রে। যদি থাকে তাহলেও অসম্ভব সুন্দর করে এঁকেছেন। আর যদি না থাকে তবে বলতে হয় আপনার ওই দিকেও বিচরণ বেশ কিছু দূর অব্দি আছে।
যাক একদিকে যেমন ভয় দেখালে তেমন ই হীরার কর্মকান্ডে বেশ পুলকিত হলাম। হ্যাঁ ওর জন্য এমন সব প্রতিপক্ষ না হলে কি জমে নাকি? অশ্বথামা, বাঘমুড়ো রূপী শিশুপাল। বাপরে বাপ। রেপু রইল লাইক রইল।
এ জিনিস বিভুতিভূষন আর তারাদাস দিয়ে গেছেন কিছু আমাদের। আর দিদি আপনি দিচ্ছেন। অসাধারণ পর্ব ছিল। দারুণ।
কি সব ভালো ভালো কথা। খুব ভালো লাগছে এমন রিভিউ পড়ে। অনেক অনেক ধন্যবাদ। দেখা যাক কি হয়।