16-06-2022, 09:56 PM
পর্বের শুরুতেই ছোট্ট একটা উক্তি করলে,
"মানুষের বিশ্বাসের আর অবিশ্বাসের মাঝে পার্থক্য গড়ে দেয়
জ্ঞান আর অহংকার"
যে কৃষ্ণ সেই রাম, আর এদিকে আরেকটা শক্তিশালী মানুষের আগমন রহিম। রাম রহিম তবে কি সেই সাদা নেকড়ে আর তীর ধনুক হাতে বালক??
যে পিশাচের বর্ণনা দিলেন সেটা ঐ শিশুপালের সময়ের হলে অবশ্যই অশ্বথামা। যেকারণে ব্রহ্মপিশাচ বললো যে তাকে সে মারতে তো পারবে না তবে আরও ভয়ানক সাজা দিতে পারবে। তবে তো সামনে গল্প আরও ভয়ানক হচ্ছে অশ্বথামা, ব্রহ্মপিশাচ, তরাকিনী। ভোলা রূপী যে শুয়ে আছে সে নিশ্চয়ই অশ্বথামা, গ্রামে সবার সাথেই মিশে গিয়ে সেই শক্তির সন্ধান করবে যে তাদের রুখতে এসেছে।
দিদি তুমি গ্রেট.... যেভাবে চালাচ্ছো মন চাচ্ছে সবটা গল্প এক্ষুনি পড়ে ফেলি।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।