16-06-2022, 12:30 AM
(This post was last modified: 26-06-2022, 01:23 AM by Nirjon_ahmed. Edited 3 times in total. Edited 3 times in total.)
যৌবনের ভাদ্র মাস এখানে পোস্ট করার আগে কিছু কথা বলার প্রয়োজনীয়তা বোধ করছি। আপনি ব্যস্ততা থাকলে স্কিপ করে সরাসরি গল্পে চলে যেতে পারেন, এই অংশের সঙ্গে উপন্যাসের কোন মিল নেই।
“যৌবনের ভাদ্র মাস” উপন্যাসটি আমি ওয়াডপ্যাডে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশ করি। লিখতে গিয়ে বেশ হতাশই হয়েছিলাম। এতো কষ্ট করে লিখছি, পাঠক কই? অবশ্য সে হতাশা দূর হয়েছে পরে। অনেকেরই মেইল পেয়েছি, ম্যাসেজ পেয়েছি, অভিনন্দন ও ভালোবাসা পেয়েছি। আমিও লিখেছি তরতর করে।
আর ঠিক তখনই এলো প্রথম আঘাত। বেশ কিছু ওয়েবসাইট আমার এতো কষ্টের লেখাটাকে, আমার অনেক সুদীর্ঘ রাত্রিজাগরণের ফসলকে, প্রকাশ করতে শুরু করল যথেচ্ছা। আমার অনুমতি নেয়া তো দূরের কথা, লেখকের নামটা পর্যন্ত উল্লেখ করল না।
খারাপ লেগেছিলো খুব। একে তো এমন ইরোটিক সাহিত্য লিখে গর্ব করে কোন পরিচিতকে দেখিয়ে বলা যায় না, “দেখুন তো কেমন হয়েছে?”
তার উপর এই কপিবাজদের অত্যাচার। শেষমেশ লেখাই ছেড়ে দিলাম এদের জন্য।
যাক, এবারে প্রশ্ন করতে পারেন, “এই লেখা আবার এই প্ল্যাটফর্মে কেন?”
বলব, “লোভ থেকে। সব লেখকই তো চায়, তার লেখা আরো অনেকেই পড়ুক। সেই চাওয়া থেকেই এখানে আবার দেয়া!”
আরেকটা ছোট্ট তথ্য এখানে দেয়ার লোভ সামলাতে পারছি না।
তখন “যৌবনের ভাদ্র মাস” লেখা সবে শুরু করেছি। কিছুদূর লিখেও ফেলেছি। এবারে যাকে বলে 'সেক্সসিন' লেখার পালা। কিন্তু সমস্যা হলো, তখন পর্যন্ত, আমার যৌন অভিজ্ঞতাই এসেছে নিষিদ্ধ উৎস হতে। সাধারণ ছেলেদের যেমন হয়- বিয়ে বাড়ির অন্ধকারে শরীর ছানা কিংবা প্রেমিকার সাথে পার্কের চিপায় হঠাৎ প্রচণ্ড সাহসিকতা বা বেলাল্লাপনা অথবা পাশের বাড়ির ইয়ে টিয়ের সাথে বাড়ির পিছনে হুট করে একরাউন্ড আর রাতের ওভারব্রিজের বেশ্যার শরীরভ্রমণ- আমার অভিজ্ঞতাও তেমনই। সুস্থ পরিবেশে, নির্মল একটা এম্বিয়েন্সে সেক্স করার অভিজ্ঞতা আমার তখনো হয়নি। এদিকে আমার গল্পের চরিত্র সেক্স করাতে হবে শান্ত পরিবেশে!
সেটা লিখব কী করে?
তৎকালীন প্রেমিকাকে তাই গিয়ে বললাম, “দেখো অনামিকা (নাম নিচ্ছি না বলে এই নাম), আমার গল্পে একটা সেক্স সিন আছে। এটা লেখার জন্যে আমাকে বাধাহীন পরিবেশে সেক্স করতে হবে। দরকার ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা। তুমি করবে কিনা বলো?”
অনেক কেচ্ছা করে তাকে রাজি করিয়েছিলাম। সেই 'সেক্স সিন' লিখেছিলাম তার সাথে সুন্দর একটা রাত কাটানোর পর!
অবশ্য পরে তাকে আর গল্পটা পড়ানো হয়নি। তার আগেই রাস্তা আলাদা হয়ে গেলো আমাদের।
অনামিকা, কোনদিন যদি গল্পটা চোখে পড়ে তোমার, জেনো, এই উপন্যাসটি তোমাকেই উৎসর্গ করা।
- নির্জন আহমেদ
“যৌবনের ভাদ্র মাস” উপন্যাসটি আমি ওয়াডপ্যাডে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশ করি। লিখতে গিয়ে বেশ হতাশই হয়েছিলাম। এতো কষ্ট করে লিখছি, পাঠক কই? অবশ্য সে হতাশা দূর হয়েছে পরে। অনেকেরই মেইল পেয়েছি, ম্যাসেজ পেয়েছি, অভিনন্দন ও ভালোবাসা পেয়েছি। আমিও লিখেছি তরতর করে।
আর ঠিক তখনই এলো প্রথম আঘাত। বেশ কিছু ওয়েবসাইট আমার এতো কষ্টের লেখাটাকে, আমার অনেক সুদীর্ঘ রাত্রিজাগরণের ফসলকে, প্রকাশ করতে শুরু করল যথেচ্ছা। আমার অনুমতি নেয়া তো দূরের কথা, লেখকের নামটা পর্যন্ত উল্লেখ করল না।
খারাপ লেগেছিলো খুব। একে তো এমন ইরোটিক সাহিত্য লিখে গর্ব করে কোন পরিচিতকে দেখিয়ে বলা যায় না, “দেখুন তো কেমন হয়েছে?”
তার উপর এই কপিবাজদের অত্যাচার। শেষমেশ লেখাই ছেড়ে দিলাম এদের জন্য।
যাক, এবারে প্রশ্ন করতে পারেন, “এই লেখা আবার এই প্ল্যাটফর্মে কেন?”
বলব, “লোভ থেকে। সব লেখকই তো চায়, তার লেখা আরো অনেকেই পড়ুক। সেই চাওয়া থেকেই এখানে আবার দেয়া!”
আরেকটা ছোট্ট তথ্য এখানে দেয়ার লোভ সামলাতে পারছি না।
তখন “যৌবনের ভাদ্র মাস” লেখা সবে শুরু করেছি। কিছুদূর লিখেও ফেলেছি। এবারে যাকে বলে 'সেক্সসিন' লেখার পালা। কিন্তু সমস্যা হলো, তখন পর্যন্ত, আমার যৌন অভিজ্ঞতাই এসেছে নিষিদ্ধ উৎস হতে। সাধারণ ছেলেদের যেমন হয়- বিয়ে বাড়ির অন্ধকারে শরীর ছানা কিংবা প্রেমিকার সাথে পার্কের চিপায় হঠাৎ প্রচণ্ড সাহসিকতা বা বেলাল্লাপনা অথবা পাশের বাড়ির ইয়ে টিয়ের সাথে বাড়ির পিছনে হুট করে একরাউন্ড আর রাতের ওভারব্রিজের বেশ্যার শরীরভ্রমণ- আমার অভিজ্ঞতাও তেমনই। সুস্থ পরিবেশে, নির্মল একটা এম্বিয়েন্সে সেক্স করার অভিজ্ঞতা আমার তখনো হয়নি। এদিকে আমার গল্পের চরিত্র সেক্স করাতে হবে শান্ত পরিবেশে!
সেটা লিখব কী করে?
তৎকালীন প্রেমিকাকে তাই গিয়ে বললাম, “দেখো অনামিকা (নাম নিচ্ছি না বলে এই নাম), আমার গল্পে একটা সেক্স সিন আছে। এটা লেখার জন্যে আমাকে বাধাহীন পরিবেশে সেক্স করতে হবে। দরকার ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা। তুমি করবে কিনা বলো?”
অনেক কেচ্ছা করে তাকে রাজি করিয়েছিলাম। সেই 'সেক্স সিন' লিখেছিলাম তার সাথে সুন্দর একটা রাত কাটানোর পর!
অবশ্য পরে তাকে আর গল্পটা পড়ানো হয়নি। তার আগেই রাস্তা আলাদা হয়ে গেলো আমাদের।
অনামিকা, কোনদিন যদি গল্পটা চোখে পড়ে তোমার, জেনো, এই উপন্যাসটি তোমাকেই উৎসর্গ করা।
- নির্জন আহমেদ