16-06-2022, 12:05 AM
(15-06-2022, 11:59 PM)nextpage Wrote: ইশ দিদি তখন যদি তুমি বা তোমার মতো গাইডলাইন দেবার কেউ থাকতো।
কিছু ক্ষেত্রে জোর চলে জানতাম, তবে মনে হারাবার একটা ভয়ও তো থাকে। সবচেয়ে বড় ভাবার বিষয়টা ছিল ওকে সেই ছোট্ট থেকে চিনি একসাথে একই কেজি কলেজে, হাই কলেজে পড়েছি এতটা বছর ও আমাকে একভাবে দেখতো প্রেম নিবেদনের পর আরেক ভাবে হয়তো ভাবতে শুরু করেছিলো আমি সেখানে কোন আচ লাগতে দিতে চাই নি তাই হয়তো কিছুটা রক্ষণশীল হয়ে পড়েছিলাম যেটা আমি নই।
সেই প্রেমের পাঠ চুকে যাবার পর আবারও প্রেম এসেছে আমি ভেসেছি, চুমো টুমো আদায় করে নিয়েছি কিন্তু বারবার প্রথম টাতেই হারিয়েছি। সেই সময়টা নিয়েও লেখার অভিপ্রায় আছে এই গল্পটা শেষ করে। নিজের গল্পটাও শেয়ার করবো এখানেই।
korun dada. opekkay acche