15-06-2022, 11:59 PM
(15-06-2022, 07:52 PM)nandanadasnandana Wrote: ধ্যাত কি যে বল। আমার আবার পদধূলি কি?
হ্যাঁ গো সব মেয়ের কাছেই প্রথম চুমু টা মারাত্মক দামী। কি জানো, সব সম্পর্ক ই কিছু না কিছু ভালো জিনিস দিয়ে যায় আমাদের। এটা হয়ত কথার কথা। কিন্তু পাওয়া মানে সব সময়ে পেতেই হবে এমন না। আমাকেও কম কষ্ট করতে হয় নি, ৩২ বছর আইবুড়ো ছিলাম, বিয়ে করলে ওই ছেলেটা কেই বিয়ে করব তাই। তাও দেখো, বিয়ের পরে সব আত্মীয় স্বজন ছাড়া। প্রত্যেকের প্রায়োরিটি থাকে। আমার কাছে ওই প্রায়োর ছিল।
তবে মেয়েরা একটু জোর করে চুমু খেলে খারাপ পায় না যদি যে পছন্দের মানুষ টা হয়।
ইশ দিদি তখন যদি তুমি বা তোমার মতো গাইডলাইন দেবার কেউ থাকতো।
কিছু ক্ষেত্রে জোর চলে জানতাম, তবে মনে হারাবার একটা ভয়ও তো থাকে। সবচেয়ে বড় ভাবার বিষয়টা ছিল ওকে সেই ছোট্ট থেকে চিনি একসাথে একই কেজি কলেজে, হাই কলেজে পড়েছি এতটা বছর ও আমাকে একভাবে দেখতো প্রেম নিবেদনের পর আরেক ভাবে হয়তো ভাবতে শুরু করেছিলো আমি সেখানে কোন আচ লাগতে দিতে চাই নি তাই হয়তো কিছুটা রক্ষণশীল হয়ে পড়েছিলাম যেটা আমি নই।
সেই প্রেমের পাঠ চুকে যাবার পর আবারও প্রেম এসেছে আমি ভেসেছি, চুমো টুমো আদায় করে নিয়েছি কিন্তু বারবার প্রথম টাতেই হারিয়েছি। সেই সময়টা নিয়েও লেখার অভিপ্রায় আছে এই গল্পটা শেষ করে। নিজের গল্পটাও শেয়ার করবো এখানেই।

দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
