15-06-2022, 07:52 PM
(15-06-2022, 12:32 PM)nextpage Wrote: দিদির পদধূলিতে আমার থ্রেডটাও যেন আনন্দে উদ্ভাসিত।
সত্যিই প্রথমটা আলাদাই হয় সেটার সাথে বাকিগুলোর তুলনা হয় না। প্রথমের জন্য যে অপেক্ষা, উত্তেজনা, কৌতূহল, মনের উদ্রেক, নানান রকমের জল্পনা-কল্পনার সূত্রপাত হয় সেটা আর পরবর্তীতে পাওয়া যায় না।
সব মেয়েরাই কি এমন করেই ভাবে? হবে হয়তো, আমার প্রথম জন তো এভাবেই ভেবেছিল। প্রথম প্রেম বলে আমি তেমন একটা জোর খাটাতে যেতাম না যদি ভুল বুঝে। তাই প্রথম চুমু টা ওর তরফ থেকেই ছিল তবে সে কত কি দিব্যি করিয়ে কত প্রমিস করিয়ে। একদম বিয়ের কথা দিয়ে তারপরই আকাঙ্ক্ষিত সেই চুমো। ২০১৪ সালের ঘটনা কিন্তু আজও সেই স্মৃতি টাটকা।
হুম মাস চারেক আগে বিয়ে হয়েছে ঠিকই তবে আমার সাথে নয়। সেটাই আফসোসের, তবে এমন আফসোস থেকে যাওয়া ভালো শরীরের জন্য।
ধ্যাত কি যে বল। আমার আবার পদধূলি কি?
হ্যাঁ গো সব মেয়ের কাছেই প্রথম চুমু টা মারাত্মক দামী। কি জানো, সব সম্পর্ক ই কিছু না কিছু ভালো জিনিস দিয়ে যায় আমাদের। এটা হয়ত কথার কথা। কিন্তু পাওয়া মানে সব সময়ে পেতেই হবে এমন না। আমাকেও কম কষ্ট করতে হয় নি, ৩২ বছর আইবুড়ো ছিলাম, বিয়ে করলে ওই ছেলেটা কেই বিয়ে করব তাই। তাও দেখো, বিয়ের পরে সব আত্মীয় স্বজন ছাড়া। প্রত্যেকের প্রায়োরিটি থাকে। আমার কাছে ওই প্রায়োর ছিল।
তবে মেয়েরা একটু জোর করে চুমু খেলে খারাপ পায় না যদি যে পছন্দের মানুষ টা হয়।