15-06-2022, 03:08 PM
(15-06-2022, 12:14 AM)nandanadasnandana Wrote:
গল্প টা নিয়ে বলছি না কিছু। কারন লাস্ট পর্ব টা আগে পড়লে যা হয়। পুরো টা পড়ে মন্তব্য করব। কিন্তু একটা ব্যাপার শেষে সূচের মতন রেখে দিয়ে গেলে। লিখতে ইচ্ছে করল। প্রথম চুমুর অভিজ্ঞতা।
আমি এই ব্যাপারে একটু একবজ্ঞা ছিলাম। ছাব্বিশ বছরে খেয়েছিলাম প্রথম চুমু। সেই লোক টা কেই যে আজকে আমার বর। কিন্তু সেই স্বাদ আর কোন দিন ও পাই নি। এখনো খুঁজি। আড়ালে আবডালে, লুকিয়ে ঘুমোনোর সময়ে, সহসা খেয়েও দেখেছি। সেই আনকোরা স্বাদ টা আর পেলাম এই ভেবেই মরতে হবে মনে হয়। প্রথমত আমি খাইনি। খেয়েছিল ও। তাই নিজে চেষ্টা করলেও পাইনি সেই স্বাদ আর কোন দিন। আগে বলে নি ব্যাপার টা।
সম্পর্ক টা অনিশ্চিত ছিল তাই চুমু খাবার ব্যাপারে অতো টা কিছু মাথায় ছিলো না। তাকিয়ে ছিলাম উলটো দিকে। ওর দিকে ফিরতেই দেখলাম বড্ড কাছে রয়েছে ও। চোখ আটকে গেছিল। বরাবর ই ওর চোখে তাকালে আটকে যেতাম। আমি তো লাজুক ছিলাম না। চুড়ান্ত একবজ্ঞা সতী সাবিত্রী। কাজেই চুমুর ব্যাপারে খুব গোঁয়ার ছিলাম যে ভালোবাসার মানুষ টা কেই খাব। সে বিয়ে করলে করবে না হলে আইবুড়ো থেকে যাব। যেই না আটকে গেলাম, আমি বুঝতে পারছিলাম ও ছোঁড়া আমাকে চুমু খেতেই মুখ টা বাড়াচ্ছে, তাও মুখ সরাতে পারিনি। খুব হুড়োতাড়া করে নি। বেশ ফাইন ল্যান্ডিং হয়েছিলো চুমু টা। পরে অনেক বার খাবার সময়ে দাঁতে দাঁত লেগে গেছে। কিন্তু প্রথম বারের টা একেবারে টেকনিক্যালি উইদাউট হ্যাজার্ড ছিল। একটা মারাত্মক ভয়ের সাথে উত্তেজনা কাজ করছিল। সামনে মুখ টা ছিলো ওর। ওর মুখের সিগারেটের গন্ধ, সাথে ওর গায়ের গন্ধ, আর শীতকাল ছিল বলে পার্ক এ বসেই খানিক টা উইন্টার ক্রীম মাখিয়ে দিয়েছিলাম, সেই গন্ধ টা মিলে মিশে আমাকে একেবারে অবশ করে দিয়েছিল। চোখ বুজে নিয়েছিলাম। মনে মনে এটাই চলছিল, চুমু খাচ্ছে , যদি বিয়ে না করে? যেন চুমু খেলেই পেটে বাচ্চা চলে আসবে। সব জানতাম। কি ভাবে বাচ্চা হয়। কিন্তু ভার্জিন আইবুড়ো মেয়েদের এই ভাব টা প্রথম বার থাকেই। চলছিল উত্তেজনা মনের মধ্যে মারাত্মক রকম। শুনেছিলাম বা নানা গল্পে পড়েছিলাম , প্রথম চুমু খুব খুব ইম্পর্ট্যান্ট হয় মেয়েদের। তাই খুব উত্তেজনা ছিল আর ছিল ভয়। ব্যাড ব্রেথ, বা ওয়াইল্ডনেস এই সবের ভয় ছিল। খুব বেশী হলে দুই কি তিন সেকেন্ড লেগেছিল ঠোঁটে ঠোঁট স্পর্শ হতে। কিন্তু তার মধ্যেই মন এই সব ভেবে নিয়েছিল।
কিন্তু যখন ল্যান্ড করল চুমু টা আমার ঠোঁটে আমার প্রথম পাঁচ সেকেন্ড এখনো মনে করতে পারি না। তখন আমার লোকটা একেবারে কচি ছিল। কি নরম ঠোঁট ছিল!! কি অগাধ প্রেম সেই স্পর্শে। ওর নিঃশ্বাস আমার মুখে নাকে পরছিল। আমি শ্বাস বন্ধ করেছিলাম মনে হয়। তখনো জড়িয়ে ধরিনি কেউ কাউকে। জাস্ট চুমু। শরীর দুটো দূরে আর মুখ দুটো কাছাকাছি। ওই সময়ে কি রাগ ধরছিল। মনে হচ্ছিল এতো ভালোলাগা একটা চুমুতে , তো আগে আমাকে চুমু খাস নি কেন জানোয়ার? আমি দিলেই খেতিস? আজকে খেলি কি করে ? এই সব ভাবনা চলছিল আর একে অপর কে জড়িয়ে ধরছিলাম শনৈঃ শনৈঃ । সব ভয় , সব ধুকপুকুনি এই একটা চুমুতেই ধীরে ধীরে স্তিমিত হয়ে গেছিল। ওই চুমু তেই ভালোবাসা টা বুঝেছিলাম। কোন কামুকতা ছিল না সেই চুমু তে,। ছিল একটা নিখাদ সিক্ত ভালোবাসা ছিল।
বাচ্চা হওয়া বাদ দিলে ওটাই সব থেকে বেস্ট অভিজ্ঞতা। কি যে জ্বালা বেড়ে গেছিল বলে বোঝাতে পারব না। পরের দিনে চুমু খায় নি বলে কথা বলিনি এক সপ্তাহ।
এ যে দেখি স্বয়ং একটা মিষ্টি ছোট ভালোবাসার গল্প কিংবা ভালোলাগার প্রথম শুরুর কিংবা সারাজীবন আঁকড়ে ধরতে চাওয়ার প্রথম পদক্ষেপ এর কাহিনী। ওই রেগে তাকে জানোয়ার বলাটা বোধহয় সবচেয়ে মিষ্টি অনুভূতি ছিল ♥️♥️