15-06-2022, 01:01 AM
(15-06-2022, 12:47 AM)boro bara Wrote: আমি আবার বলছি দিদি, এই রকম গল্পে, এই লেভেলের লেখা আমি কোনদিন ও পড়িনি। একবার ও মনে হচ্ছে না একটা অবাস্তব ঘটনা পড়ছি আমি। মনে হচ্ছে ঘটছে চোখের সামনে।
নতুন চরিত্র, রহিম। জানিনা, হয়ত বুঝতে পারছি দিদি কি আঁকছেন আপনি। যদি আমার ধারণা সত্যি হয় তবে সত্যি এই গল্প একটা রিমার্কেবল জায়গায় যেতে চলেছে, আপনার মন ১ মতই।
গজদন্তের সাজে সজ্জিত হাসি, মেয়েদের অস্ত্র বললে কম বলা হয়। হাসি তেই সব ঘায়েল হয়ে যাবে। অসাধারণ বর্ণনা।
প্রেমে পরা সবাই মনে হয়, ওই ভোমরার কামড় খেয়েছে। কি দারুণ বর্ণনা। দারুণ।
জাল বুনছেন এখন বুঝতেই পারছি। কিছু লাইক আর রেপু রইল। লেখা চলুক।
ভালো ভালো রিভিউ পেলে মন টা ভালো হয়ে যায় কিন্তু। । হুম আমার গজদন্ত নেই । মনের দুঃখ মনেই রেখে দিয়েছি। খাক সবাই কামড় খাক ওই ভোমরার। আমি খেয়েছি যখন সবাই খাক। বুঝুক!!!!