15-06-2022, 12:58 AM
(14-06-2022, 11:33 PM)nextpage Wrote:উফ দিদি আগের পর্বটা এখনো হজম হলো না তো।
নতুন আপডেট নতুন মুখ, নতুন মূহুর্তের সাথে পরিচয় হয়ে গেল। শুরুতেই একটা কঠিন কথা বলেছো "ভগবান আছে জানে সবাই কিন্তু দেখেনি কেউ, আর এদিকে বাঘমুড়ো তো সাক্ষাৎ যমরুপে নিয়মিত দেখা দিচ্ছে"। মানুষের মনস্তাত্ত্বিক খেলা টা এখানেই বিপদ দেখা যায় মোকাবেলা করা যায় তবুও ভরসা ঐ অদেখা ভগবানেই। সেই সাথে মহাদেবে আর হীরা মূহুর্তে বাবা ছেলের মিষ্টি সম্পর্কের যে বর্ণনা দিলে সেটা খুব কমই দেখা যায় আমরা লেখকরা বেশিরভাগ সময় ছেলের সাথে মায়ের মধুর বন্ধনটা হাইলাইট করি বেশি।
অসম বয়সের লালি কে আপাতদৃষ্টিতে রাধা হিসেবেই দেখতো হচ্ছে, প্রেম ভালবাসা যতটুকু পাবে তার চেয়ে জ্বালা বেশি। তবে হীরার আধা হয়ে থাকবে নাকি পূর্ণ হবে সেটা তোমার হাতেই। মাখন খাওয়ানোর দৃশ্য টাতে নিজের প্রেমের সময়টাতে হারিয়ে গিয়েছিলাম, ও আমার জন্য বিভিন্ন জিনিস রান্না করে আনতো আর নিজ হাতে খাইয়ে দিত। আশেপাশে কে দেখছে তাতে কোন মাথাব্যথা ছিল না ওর।
শেষাংশের ক্ষিপ্রতা আর শক্তিমত্তার যে খেলা হীরা দেখাল সেটাতে ওকে নিয়ে বাজি ধরা যেতেই পারে।লাইক রেপু গুলো এক প্রকারে ছিনিয়ে নিচ্ছো তুমি।
হা হা হা। হ্যাঁ ওই তো বাজী আমাদের। বাঘমুড়োর মুড়ো থেকে নিজেদের মুড়ো খানা বের করতে গেলে হীরার দ্যুতি ই লাগবে মনে হচ্ছে।