15-06-2022, 12:47 AM
(14-06-2022, 07:21 PM)nandanadasnandana Wrote: আর শুনতে পেল না লালি। এক গাল হাসি, গজদন্তের সাজে সজ্জিত করে, হীরার হাত ধরে ছুটে ততক্ষণে চলে এসেছে বড় ঠাম্মুর ঠেলার কাছে।আমি আবার বলছি দিদি, এই রকম গল্পে, এই লেভেলের লেখা আমি কোনদিন ও পড়িনি। একবার ও মনে হচ্ছে না একটা অবাস্তব ঘটনা পড়ছি আমি। মনে হচ্ছে ঘটছে চোখের সামনে।
সেই গানের দ্যোতনা যেন মরমে মরমে বুঝতে পারছে লালি। যেন পুরো গান টাকেই আত্মসাৎ করবে লালি। কাউকে এ কষ্টের ভাগ দেবে না। কাউকে এ বিরহের সুখ দেবে না ও। ওর চোখে চোখ মিললেই যেন বুকের মধ্যে সহস্র ভোমরার কামড়। কি যে আছে ওই চোখে কে জানে? কে বলবে, চারিদিকে মৃত্যুর আতঙ্ক? কই মৃত্যু, কই পিশাচ? এ যে মারাত্মক বাঁচার ইচ্ছে। এই ছোঁড়া কে নিয়ে বাঁচার ইচ্ছে।
বলেছিলাম না, কত ঘটনা ঘটছে চারদিকে। কার সাথে সমাপতনে নতুন কি ঘটনা পাখা মেলে উড়বে, কে জানে? আমরা তো সামান্য মাত্র। ঘটনার কোপে কুপিত হয়ে এধার ওধার করি। আর যিনি ঘটাচ্ছেন, তিনি তো হাসছেন।
নতুন চরিত্র, রহিম। জানিনা, হয়ত বুঝতে পারছি দিদি কি আঁকছেন আপনি। যদি আমার ধারণা সত্যি হয় তবে সত্যি এই গল্প একটা রিমার্কেবল জায়গায় যেতে চলেছে, আপনার মন ১ মতই।
গজদন্তের সাজে সজ্জিত হাসি, মেয়েদের অস্ত্র বললে কম বলা হয়। হাসি তেই সব ঘায়েল হয়ে যাবে। অসাধারণ বর্ণনা।
প্রেমে পরা সবাই মনে হয়, ওই ভোমরার কামড় খেয়েছে। কি দারুণ বর্ণনা। দারুণ।
জাল বুনছেন এখন বুঝতেই পারছি। কিছু লাইক আর রেপু রইল। লেখা চলুক।