14-06-2022, 05:00 PM
(16-04-2022, 06:43 PM)ddey333 Wrote: এমন একটা প্রেম হোক
তোমার সাথে আমার প্রেম হবে শব্দ বিহীন। তুমি সারাদিন আমার দিকে তাকিয়ে থাকবে ভূগোল চোখ নিয়ে, আর তোমার ঐ অপলক দৃষ্টিতে সৃষ্টি হবে হাজার খানেক কবিতা, যে কবিতা কোনো বিচ্ছেদের না, সে কবিতা মন গড়ার, সে কবিতা আমাদের ভালোবাসার।।
আমাদের প্রেমে কোনো রাগ থাকবে না, থাকবে অজস্র অভিমান, থাকবে অনুরাগ, থাকবে কষ্ট কিন্তু সে কষ্ট হবে অহংকারের। প্রতিটা চুমুতে আমাকে তুমি সহজ করে তুলবে আরো..,আমার বুকে থাকবে প্রশান্তের ঢেউ, তোমার বুকে জ্বলন্ত অগ্নিপিন্ড।
এমন একটা প্রেম হোক আমাদের...।
যে প্রেমে নিয়ম করে দেখা করতে হয় না, যে প্রেমে নিয়ম করে খবর নিতে হয় না। আমাদের প্রেমটা তেমনই হোক। দুটো শরীর থাকবে দুটো বালিশে, কিন্তু দুটো মন থাকবে এক বিছানায়। তুমি ব্যালকনিতে দাঁড়াবে, আর আমি বেডরুমে বসে এক নিমেষে বলে দিতে পারব তোমার চোখ ক'টা তারা গুনলো!
পৌষালী বৃষ্টি দিনে তুমি ঘুমিয়ে থাকবে আর আমি স্বপ্নে তোমার চোখের পাতায় টানবো কাজল, ঠোঁটে লিখে দেবো অর্ধ চন্দ্রের গল্প, তোমার চিবুক বেয়ে গড়িয়ে পড়বে অভিসার, আমার বুকে তখন ফল্গু ধারা!
তারপর বৃষ্টি থামবে...
বাইরের আকাশে উড়বে তখন অগুন্তি বিহান ফানুস।
অষ্টমী কিংবা পঞ্চমী তুমি শাড়ি নাই বা পড়লে, ইচ্ছে হলে পড়তে পারো মনের মতো টপ-স্কার্ট, আমি জিন্স-ব্লু শার্ট! বিনুনি করে চুল নাই বা বাঁধলে, তোমার খোলা চুলেই থাকবে আদম সুখ।
আমাদের প্রেম টা একটু অগোছালো হোক,
ঠিক যতটা অগোছালো মোনালিসার মুখ...।।
Collected....
জানিনা মানুষের ভুল কিনা। মানুষ প্রাশই ভুল করে, মানসিক কষ্ট/আনন্দ আর সুখ এই দুটো ব্যাপারে। দেখো আমি একজন কে ভালোবাসি তাকে বিয়ে করলাম। এখন সেই লোক অতি অসভ্য হতে পারে। ভিজে তোয়ালে বিছানায় রাখতে পারে। আমার জন্মদিন ভুলে যেতে পারে। সারাদিন অফিসে থেকে , আমাকে ডীনারে নিয়ে যাবে সেটা ভুলে যেতে পারে। কিন্তু এটা তো, মানসিক কষ্টের আওতায় আসে। বস্তুত সেই মানুষ টা কে নিয়ে আমি সুখী, কারন, সে আমাকে ভালোবাসে। তার মন খারাপে আমাকেই খোঁজে। তার জ্বর হলে বলে আমাকে কাছে বসে থাকতে। এই বয়সেও, সাজলে গুজলে হাঁ করে চেয়ে থাকে। এই বয়সেও জিজ্ঞাসা করে রাতে বাচ্ছা ঘুমালো কিনা। এই গুলো সুখ। সুখ টা জলবায়ুর মতন। দীর্ঘ মেয়াদি। আর মনঃকষ্ট বা মনের আনন্দ টা আজকের দুপুরে তীব্র রোদের মতন বা সন্ধ্যে বেলায় দিগবিকিক কাঁপিয়ে, ঝড়ের পরে বৃষ্টির মতন। কখনো কষ্ট তো কখনো মুড বদলে গেলো। সুখী মানুষ , রোজ কার কষ্ট আনন্দ নিয়ে মাথা ঘামায় না। সামান্য ভিজিয়ে দিলেও, নিজেকে শুকিয়ে নেয় সে নিজের ভিতরেই।
আমাদের কেউ আনন্দ বা দুঃখ দিতেই পারে, কোন ছোট বা বড় ঘটনার মাধ্যমে। কিন্তু সেখান থেকে সুখী হওয়া বা দুঃখী হওয়া টা আমাদের উপরে থাকে। কাজেই যে সুখী, সেটার জন্য যার সব থেকে বেশী অবদান থাকে, সেটা হলো সে নিজে। তেমনি দুঃখের ব্যাপার টাও সত্যি। সে নিজেই দুঃখী তাই সে দুঃখী হয়ে থাকে। সত্যি বলতে সেই কারনে, কোন দুঃখী মানুষ কে সিম্প্যাথী দেখাতে ইচ্ছে করে না। কারন যে বহু দিনের, বহু ঘটনার , মাল মশলা মিশিয়ে, নিজেকে দুঃখী বানিয়েছে। কারোর হাত নেই সেখানে।
এই সব ছোট ছোট ঘটনা বা লেখা এখানে তুলে ধরার জন্য দিদির তরফ থেকে অনেক ভালোবাসা রইল ডিডে।