14-06-2022, 04:39 PM
অসাধারণ একটা গল্প। আবারো কি গল্প বলবো? হয়তো সেটা বলাই উচিত হবে। কারণ খাতায় গল্পের গরুকে গাছেও চড়ানো যায় কিন্তু বাস্তবে তাকে চড়াতে যে খাটনি সেটার জন্য পাশে কাউকে পাওয়া যাবেনা। খালি খালি অমন ফালতু কাজ করে লাভ কি সেটাই হয়তো শুনতে হবে। আসলে মানুষ যেকোনো শিক্ষা ও নীতি বা বাণীর ঠিক ততটুকুই নেয় যতটা তার লাভের কাজে আসবে, বাকিটা ভুলে যাবার ভান করে। কেউ কেউ হয়তো মনে রাখে তারাই হয়তো দিগন্তের মতো এগিয়ে যেতে পারে। একা নয়, সাথির হাত ধরে ♥️