14-06-2022, 10:11 AM
(13-06-2022, 09:27 PM)nextpage Wrote:
সাবলীল ভঙ্গিমায় তুমি হেঁটে যাওতোমার কোমর দোলে,তোমার ঠোঁটের কোনায় মিষ্টি হাসিআমার হৃদয় জুড়ে ঢেউ তুলে।তোমার চোখে আমার চোখ রেখেঅজান্তেই মেপে যাই গভীরতাসেখানে পেলাম খুঁজেনা পাওয়ার শূণ্যতা,ঐখানে আমি হারাতে চাইদিতে চাই পূর্ণতা।তোমার হাতে আমার হাতচলবো আমরা বহুদূর,তুমি আমার গান হবেআমি তার সুর।বলার হয়তো এটাই বাকি,আমি তোমায় ভালবাসি...।
কবিতা কি রুদ্রের মনে? বড় ভাল লাগল।