13-06-2022, 11:07 PM
(13-06-2022, 04:05 PM)Baban Wrote: এই অংশটা জাস্ট অসাধারণ লাগলো। গ্রাম বাংলার রূপ, দিনের সবুজ রাতের মিউজিক সব মিলিয়ে যেন এক মায়াবী বাস্তব। যেখানে বাস্তবের কঠিন রূপের স্পর্শ আছে, সাথে আছে আধুনিকতার বেড়াজাল ভেঙে অনুন্নত কিন্তু অসাধারণ এক পরিবেশ। হয়তো ইহাই প্রকৃত উন্নতির সংজ্ঞা কিন্তু বর্তমানে নিজ স্বার্থে সেই সংজ্ঞা পাল্টে গেছে। উঁচু বাড়ি, দামি গাড়ির আড়ালে ওই সবুজ রঙ যেন ধূসর হয়ে যাচ্ছে।
যাইহোক এবারে আসি আজকের পর্বে - হীরা বাবু রহস্যময় চরিত্র। অনেক কিছু লুকিয়ে তাকে কেন্দ্র করে। ধীরে ধীরে প্রকাশিত হোক পদ্মের মতন। তবে এটা কিন্তু সত্যিই যে এই কাহিনীর মূল আকর্ষণ ওই ভয়ানক জীব। সে যতই হিংস্র অমানবিক পৈশাচিক বীভৎস আর ভুল হোক না কেন...... সেই এই গল্পের খলনায়ক হয়েও নায়ক। তাকে বাদ দিয়ে এই গল্প ভাবা সম্ভবই নয়।
হ্যাঁ নেক্সট পেইজ সেদিনে একটা কথা লিখেছিল। খারাপ না আসলে, ভালো আসে না। বা খারাপ কে না দেখলে, সামান্য ভালো টাও বোঝা যায় না। রাবণ না আসলে রাম কে পেতাম না। ঠিক ঠিক। আমাদের উন্নতির পিছনে জ্ঞান নয়, পরোক্ষ ভাবে অজ্ঞানতাই দায়ী। অজ্ঞানতাই আমাদের আলোর দিকে নিয়ে যাবার ইচ্ছে এবং চাওয়া টা দেয়। কি ভালো রিভিউ।