13-06-2022, 02:34 PM
(13-06-2022, 02:14 PM)Bumba_1 Wrote: হীরা হীরা হীরা .. আজকের পুরো পর্ব জুড়ে হীরার উপস্থিতি যেন এখনো বিরাজ করছে আমার মনে। লালির সঙ্গে হীরার মহাকাশ বিজ্ঞান নিয়ে কথোপকথন পড়ে সমৃদ্ধ হলাম।
সিদ্ধেশ্বর ভট্টাচার্য প্রাণে বেঁচে গেলেন ঠিকই। কিন্তু রেখে গেলেন অনেক প্রশ্ন। পুকুরের ধারে, খানিক দূরে, কচুবনের পিছনে তীর-ধনুক হাতে দাঁড়িয়ে থাকা বালকটি সম্ভবত হীরা .. যার সঙ্গে সেই শ্বেতশুভ্র নেকড়ের হয়তো কোনো সাদৃশ্য থাকলেও থাকতে পারে .. কারণ নেকড়েদের ঘ্রাণশক্তি প্রবল হয়, যেমন হীরার।
এর বেশি বিশ্লেষণ করলে অন্যান্য পাঠকদের পড়ার মজাটাই চলে যাবে। অসাধারণ লাগলো অধীর আগ্রহে অপেক্ষায় থাকবো পরবর্তী পর্বের জন্য।
তোমাকে এত বিশ্লেষণ করতে কে বলেছে? তোমার review পড়লে গল্প পড়াটা চাপ হয়ে যায়। এবার থেকে চুপচাপ গল্প পড়বে, তারপর ভালো হয়েছে এইটুকু বলে, লাইক আর রেপু দিয়ে চলে যাবে, বুঝেছ?