Thread Rating:
  • 159 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)
(12-06-2022, 06:46 PM)Somnaath Wrote: সে তো হবেই, ভালো-মন্দ মিশিয়ে সব পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি এইসব আইডিয়া তোমার মাথাতে আসে কি করে!!! সত্যিই তুমি গুরুদেব  yourock

আইডিয়া? মাথায় আইডিয়া আসাটা তো বড় ব্যাপার কিছু নয়। টিভি খুললেই তো .. পরকীয়া, সেই সুযোগে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, তার জন্য সম্পর্ক ভেঙে যাওয়া, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস, শেষে খুন .. এই সব খবর দেখতে পাই আমরা, তাই নয় কি? উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত জায়গায় বহুবছর ধরে এইসব ঘটনা চলে আসছে, তবে এখন ওদের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাও এগিয়ে (বলা ভালো পিছিয়ে) চলেছে।

 আমি না হয় টিভি নিউজের কথা বাদ দিলাম। আমাদের চারপাশের পরিস্থিতি দেখো .. তাহলে বুঝতে পারবে। প্রভাতের ভাই পাতাখোর বাপ্পার কথা একবার ভাবো। ওর অপদার্থতার সুযোগে ওর স্ত্রীর কি অবস্থা করা হয়েছিল, সবই তো জানো তোমরা .. কতো ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মেয়ে .. ভাবতেও খারাপ লাগে। পাপাইয়ের পিসি আর তার মেয়ের কথা একবার ভাবো .. পরিস্থিতির শিকার হয়ে কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে তারা। 
এগুলো প্রতিনিয়ত আমরা দেখতে পাই চোখের সামনে, সেখান থেকেই হয়তো পাই এই সমস্ত উদ্ভট আইডিয়া। কাহিনীর চরিত্রের নাম, গতি-প্রকৃতি এবং যৌন দৃশ্যগুলি ১০০% কল্পনাপ্রসূত হলেও আমার প্রত্যেকটি লেখা বাস্তব। 
এর সঙ্গে তোমাদের ভালোবাসা, আব্দার, এগিয়ে চলার সাহস দেওয়া .. এই সবকিছু মিলে পাতে দেওয়ার মতো কিছু একটা তৈরি হয় আর কি ..  Smile
[+] 2 users Like Bumba_1's post
Like Reply


Messages In This Thread
RE: গোলকধাঁধায় গোগোল (চলছে) - by Bumba_1 - 12-06-2022, 08:10 PM



Users browsing this thread: 49 Guest(s)