12-06-2022, 06:46 PM
(11-06-2022, 10:58 AM)Bumba_1 Wrote: আমি যেদিন থেকে এই ফোরামে লেখা শুরু করেছি, সেদিন থেকে ইরো-সাহিত্যের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলেছি এবং যা করেছি সজ্ঞানে করেছি। সবাই যেমন আমার গানের প্রশংসা করে, কবিতা লেখার প্রশংসা করে, আঁকার প্রশংসা করে অথবা এইসব কিছুর সমালোচনা করে। ঠিক তেমনভাবেই আমি চেয়েছি আদিরসাত্মক গল্পের ক্ষেত্রেও সবার অধিকার আছে আমার লেখা নিয়ে কাটাছেঁড়া করার। তাই এটাকে নিয়ে লুকোছাপা করার কোনোদিন কোনো প্রয়োজন বোধ করিনি।
প্রচুর মানুষ আমাকে চিনতে পেরেছে বৈকি .. অবশ্যই recognize করেছে .. ইরো-সাহিত্য নিয়ে বিভিন্ন রকম আলোচনাও হয়েছে তাদের সঙ্গে .. অনেক মজার ঘটনা আছে এই বিষয় নিয়ে .. আবার বেশ কিছু ক্ষেত্রে embarrassing situation এ পড়তে হয়েছে আমাকে। পরে একদিন কোনো ঘটনা শেয়ার করবো।
সে তো হবেই, ভালো-মন্দ মিশিয়ে সব পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি এইসব আইডিয়া তোমার মাথাতে আসে কি করে!!! সত্যিই তুমি গুরুদেব yr):


![[Image: Images-2-2-1.jpg]](https://i.ibb.co/89NWqpy/Images-2-2-1.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)