11-06-2022, 11:52 PM
(11-06-2022, 11:37 PM)nextpage Wrote: এ বাব্বা এমন ভয় ধরানো আপডেট হবে জানলে রাতে পড়তামই না।
এখন বাইরে যেতে হলেও গা ছমছম করবে।
যেভাবে বাঘমুড়োর আবির্ভাব টা হলো সেটা কাঁপন ধরাতে যথেষ্ট। সেই প্রাণীর ভয়ংকর সব কর্মকান্ডের যে বর্ণনা সেটাতো আর বলার অপেক্ষা রাখে না তখনি ঐ অদ্ভুত নেকড়ের আগমন সে কি তান্ডব তার। বাঘমুড়ো পর্যন্ত অসহায় তার কাছে। উফফ একেবারে জমজমাট পর্ব।
শেষের দিকে লালির এন্ট্রি, ভুল না হলে এই বুঝি গল্পের নায়িকা।
অনেক ধন্যবাদ জানবেন আমার তরফ থেকে। ভালো লাগছে গল্প টা এই টাই অনেক আমার কাছে।