11-06-2022, 08:37 PM
(11-06-2022, 06:57 PM)Baban Wrote:উফফফ দুর্ধর্ষ আরেকটি পর্ব। যেন পড়তে পড়তে পুরো দৃশ্যটা চোখের সামনে দেখতে পাচ্ছি। ভয়ানক নরপিশাচ নিজের নতুন শিকারের দিকে এগিয়ে আসছে আর সেই সময় সেই বিশাল কুকুর / নেকড়ের আবির্ভাব। যার তেজ এতোই ভয়ানক যে ওই পিশাচকে পর্যন্ত সরে যেতে হলো আর শেষে সেই হুঙ্কার আউউউউউউউউ!! এই প্রথম বাঘমুড়োর বিফলতা, এই প্রথম কোনো বাঁধার সম্মুখীন হলো সে। আর সেই বাঁধা দেওয়া প্রাণী যে কি জিনিস সেটা ওই বাঘমুড়ো ভালো করেই বুঝেছে।
এইসব দৃশ্য কল্পনা করাই শ্রেয়, কারণ বাংলায় বা হিন্দিতে আজকের দিনে দাঁড়িয়ে যথার্থ ভাবার ফুটিয়ে তোলা সহজ ব্যাপার হবেনা। প্রায় পুরো বাজেট ওই দুজনের vfx এর পেছনেই খরচ হয়ে যাবে। অভিনেতা পাবে লবডঙ্কা।
Jokes a part এমন একটা টানটান উত্তেজনায় ভরা কাহিনী লেখার জন্য পুনরায় ধন্যবাদ
চেষ্টা করছি ভাই। তবে এ গল্প ও ওই সতের থেকে কুড়ি পর্বে শেষ হবে।