11-06-2022, 08:31 PM
দৃশ্য রচনায় আপনার জুড়ি মেলা ভার। কি মারাত্মক এঁকেছেন। অসাধারণ। একেবারে জমিয়ে দিলেন এই তিন পর্বেই। এখন শুধু চাতক পাখির মতন অপেক্ষা করা ছাড়া রাস্তা নেই আর। আসব রোজ ই এই গল্পের আপডেট নিতে। একটা কথা, এই নিয়ে আপনার, দুটো গল্প পড়ছি। কন্টেন্ট অসাধারণ বের করেন। করেন বলেই আপনি ভালো লেখিকা। আমি জানি সেক্স এ গল্প লিখলেও , এই সব কন্টেন্ট এর, মধ্যেই সেক্স কে রাখবেন। হয়ত আমি শিওর না। কিন্তু মনে হলো আপনার গল্প পড়ে। মন ১ এও দেখলাম। খুব সাবলীল ভাবে সেক্স কে এনেছেন আপনি। যেন ওখানে দরকার ছিলোই সেক্স টা।
এমন অদ্ভুত সাবজেক্ট নিয়ে গল্প আমি তো কোন দিন ও পড়িনি। শীর্ষেন্দু বাবু লেখেন, এই সব ফ্যান্টাসি নিয়ে গল্প। শিশু সাহিত্য হলেও আমি গোগ্রাসে গিলি সে সব। প্রভুত কোয়ালিটি আপনার মধ্যে।
সব, রেটিং খরচা করে দিয়েছি আজকে। বারোটার পরে হয়ত আবার পাব কিছু। দিয়ে যাব অবশ্যই। লিখুন লিখুন। বাগিয়ে লিখুন। আমরা সবাই গিলি।
এমন অদ্ভুত সাবজেক্ট নিয়ে গল্প আমি তো কোন দিন ও পড়িনি। শীর্ষেন্দু বাবু লেখেন, এই সব ফ্যান্টাসি নিয়ে গল্প। শিশু সাহিত্য হলেও আমি গোগ্রাসে গিলি সে সব। প্রভুত কোয়ালিটি আপনার মধ্যে।
সব, রেটিং খরচা করে দিয়েছি আজকে। বারোটার পরে হয়ত আবার পাব কিছু। দিয়ে যাব অবশ্যই। লিখুন লিখুন। বাগিয়ে লিখুন। আমরা সবাই গিলি।