11-06-2022, 06:58 PM
এ তো গল্প নয় .. ঠিক যেন মনে হচ্ছিলো চোখের সামনে চলচ্চিত্র দেখছি .. পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। পরেশের সাইকেল চালানো, তার উপর বাখমুড়োর আক্রমণ, সবশেষে ভগবানরূপী নেকড়ের অন্তর্ভুক্তি .. জঙ্গলের এই পুরো ঘটনাপ্রবাহ অসাধারণভাবে ফুটিয়ে তুলেছো। প্রত্যেক মুহূর্তে গায়ে কাঁটা দিয়ে উঠছিলো, ভাবছিলাম এই বুঝি পরেশের প্রাণটা চলে গেলো। লাইক আর রেপু নিয়ে কিছু বলছি না, ওগুলো দিয়েই কমেন্ট করি।