11-06-2022, 10:58 AM
(10-06-2022, 10:10 PM)Somnaath Wrote: এইসব আপডেটের কোনো বিশ্লেষণ হয় না। পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো -- আর পড়তে পড়তে নিষিদ্ধ যৌন সুখের কল্পনায় হারিয়ে যাও। এইসব গল্পের ক্ষেত্রে তুমিই সেরা, তোমার ধারে কাছে কেউ নেই।
তোমার তো এখানে নাম ছবি সব কিছুই real দেওয়া আছে। তুমি যে এত নেক্কারজনক ভাষা এবং ভয়ঙ্কর উত্তেজক বর্ণনা দাও - যারা জানে তুমি গল্প লেখ, তারা কোনদিন এই নিয়ে তোমাকে কিছু বলেনি/বলেনা?
আমি যেদিন থেকে এই ফোরামে লেখা শুরু করেছি, সেদিন থেকে ইরো-সাহিত্যের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলেছি এবং যা করেছি সজ্ঞানে করেছি। সবাই যেমন আমার গানের প্রশংসা করে, কবিতা লেখার প্রশংসা করে, আঁকার প্রশংসা করে অথবা এইসব কিছুর সমালোচনা করে। ঠিক তেমনভাবেই আমি চেয়েছি আদিরসাত্মক গল্পের ক্ষেত্রেও সবার অধিকার আছে আমার লেখা নিয়ে কাটাছেঁড়া করার। তাই এটাকে নিয়ে লুকোছাপা করার কোনোদিন কোনো প্রয়োজন বোধ করিনি।
প্রচুর মানুষ আমাকে চিনতে পেরেছে বৈকি .. অবশ্যই recognize করেছে .. ইরো-সাহিত্য নিয়ে বিভিন্ন রকম আলোচনাও হয়েছে তাদের সঙ্গে .. অনেক মজার ঘটনা আছে এই বিষয় নিয়ে .. আবার বেশ কিছু ক্ষেত্রে embarrassing situation এ পড়তে হয়েছে আমাকে। পরে একদিন কোনো ঘটনা শেয়ার করবো।