11-06-2022, 04:00 AM
অসম্ভব
আমার বয়স তখন ১২ বা ১৩ হবে৷ ফরিদপুর থেকে জালালগড় না হলেও ৩৫ -৪০ কিলোমিটার তো হবেই ৷জালাল গড়ে বাবা কাজ করতেন কাপড়ের মিলে ৷ ছোট মাসি ফরিদপুরে থাকতেন ৷
এমনি ঝারখন্ডে এখনকার মত ভালো যাতায়াত ছিল না ৷ সকাল আর দুপুর মিলিয়ে মোট ৩ টিই বাস ছিল সারা দিনে ৷ খুব বদমাইশ ছিলাম বলেই দাদা বোর্ডিং এ ভর্তি করে দেন ৷ দাদা তখন BSF এর লেফটেনান্ট ৷ বোর্ডিং এর ছুটি তে পালা করে আমাদের ছোট মাসির বাড়িতে ছুটি কাটাতে যেতে হত ৷ মা সরকারী চাকরি করতেন তাই সময় সুযোগ হত না দেখেই সুনু দির সাথেই আমাদের পাঠিয়ে দিতেন ৷পাহাড়ে ঘেরা জায়গাটা আমাদের খুব ভালো লাগত ৷
৷ সুনন্দা মেসোর ছোট বোন ৷ আমাদের থেকে বিশেষ বড় ছিল না বছর ৫-৬ হবে ৷
দেখতে যেমন মিষ্টি গান তেমন গাইতে পারত ৷ খেলে আনন্দে কেটে যেত আমাদের কৈশোর ৷ মাসির নাম খুব আধুনিক ছিল ৷ মার থেকে ছোট মাসি ১৩ বছরের ছোট ছিলেন ৷ রোমা নাম হলেও সবাই মাসিকে রমা করেই ডাকত ৷ অনেক আদর করতেন আমাদের ৷ আর চূড়ান্ত রান্না ছিল হাতের ৷ তাই ফরিদপুরে আসলে ওনার হাতের লিচুর পুডিং , মোরব্বা , কই মাছের কালিয়া, আনারসের চাটনি খেয়ে মন ভরে যেত ৷ যা বানাতেন মুখে স্বাদ লেগে থাকত ৷ মেসো ব্যবসাই ছিলেন ৷ এর পর আমরা ব্যারাকপুরে চলে আসি বাবার বদলি হয় ৷ ছোটবেলার সোনালী দিন গুলো চোখে ভাসে ৷ আমরা সুনন্দা কে কোনদিন মাসি বলি নি ৷
সুনুদী করেই ডাকতাম ৷ বিহার থেকে ফিরে এসে সুনুদির সাথে বা বড় মাসির সাথে যোগাযোগ হারিয়েই গেছিল ৷ চিঠি ছাড়া কোনো যোগাযোগ থাকত না প্রায় ৷ আর আমাদের বাড়িতে ফোন অনেক পরেই এসেছিল ৷ বাবার বদলির ৪ বছর পরে মাও বদলি হয়ে চলে আসেন ৷ আমাদের ব্যস্ত ময় জীবন চলতে থাকে ৷ আসতে আসতে স্মৃতি ম্লান হতে থাকে ৷
কলেজ শেষ করে কলেজ শেষ করে, উনিভার্সিটি ছাড়িয়ে বেশ বড় হয়ে যাই গাছের মত ৷ মা বাবার বয়েস হয়েছে দুজনেই রিটায়ার করে দাদার আশ্রয় নিয়েছেন ৷ দাদার দুই ছেলেমেয়ে ৷ দাদা তার পরিবাব মা বাবা কে নিয়ে খুব খুশি ৷ আমি ছোট বলে আমার উপর দায়িত্ব কম ছিল ৷ বয়স ২৭ বিয়ে করলেই করা যায় কিন্তু বিয়ের দিকে তেমন টান ছিল না ৷ দাদা আম্বালা চলে যাওয়ার পর থেকেই আমি একটু বেশি বেপরোয়া হয়ে উঠলাম ৷ ভালো ব্যাঙ্কে উচু পোস্টে চাকরি করার সুবাদে পইসার অভাব হত না ৷
বছরে এক্দুবার করে মাবাবা এসে থাকলেও দাদার বাছাদের প্রতি তাদের টান থাকার কারণে আম্বালা ফিরে যেতেন ৷
মা চাইতেন আমরা সবাই এক সাথে থাকি কিন্তু তা সম্ভব হত না ৷ মোবাইল বা ফোনের দৌলতে এখন কোনো দুরত্ব দূর ছিল না ৷ মনীষা কে আমার ভালো লাগত কিন্তু বউ হিসাবে ওকে ভাবি নি ৷
মাঝে মাঝেই আমার ফ্ল্যাটে চলে আস্ত রবিবার ৷ আর আমার রবিবার ভীষণ ব্যভিচারী রবিবারে পরিনত হত ৷ সম্ভোগ বা বিকৃত যৌন খেলা খেলেই আমার সময় কেটে যেত ৷ মনীষা সেরকমই মেয়ে ছিল ৷ ইংরেজি কলেজে পড়ার দৌলতে সব কিছুই রপ্ত করে নিয়েছিল অল্প বয়েসে ৷ মুখ দিয়ে চুসে দেওয়ায় হয়ত কোনো পেয়েই পাল্লা দিতে পারবে না ৷ মনীষা আমাকে বিয়ে করবে বা আমাকে ভালবাসে এমন সম্পর্ক আমার আর ওর ছিল না ৷ সোজা কোথায় একে অপরের পরিপূরক ছিলাম ৷ আর অফিসে ওহ আমার সাবঅর্ডিনেট ৷ দিন গুলো খাপছাড়া কাটলেও বুঝতে পেরেছিলাম জীবনে ভোগের মানে কি ৷ কিছুদিন পর জানতে পারলাম দাদা দিল্লি তেই থাকবে আর সেখানে বাড়ি কিনছে ৷
দাদার দুই ছেলে মেয়েকে সামলে বাড়ি কিনতে অনেক টাকার দরকার পড়ল৷ মা বাবা তাদের জমানো টাকা ঢেলে দিলেন দাদার বাড়ির পিছনে ৷ পেল্লাই এক খানা বাড়ি কিনে দাদা দিল্লি বাসী হয়ে গেলেন ৷ আগে মত শাসন না করলেও সপ্তাহে এক বার ফোনে লেকচার সুনতে হত ৷ তারাও আমার বিয়ের জন্য উঠে পরে লাগলেন ৷ আমার ব্যারাকপুরের ফ্ল্যাটে আমার সাজানো গোছানো সাম্রাজ্যে ঘন কুয়াশায় ঢেকে গেল ৷
যখন খবর আসলো ব্যক্তি গত শত্রুতার জেরে মেসোর বন্ধুরা তাকে ঠকিয়ে পথে বসিয়ে দিয়েছেন ৷ সব থেকে আশ্চর্যের বিষয় মেসো এই সব কথা বাড়িতে জানানোর ইচ্ছা পর্যন্ত করেন নি ৷ সুনন্দা দির বিয়ে হয়েছে বিহারেই কিন্তু তার শশুর বাড়ির লোকেরা বিশেষ ভালো ছিলেন না ৷ তাই তারা মেসোমশাই কে সাহায্য করতে অস্বীকার করে ৷ মেসোর অমন সুন্দর বাড়ি খানা বিক্রি করেও ধার শোধ করা যায় নি ৷ এমন অবস্তায় মেসো আত্মহত্যার পথ বেছে নেন ৷ চারিদিকে ঋণের বোঝা আর পাওনাদারদের যন্ত্রণা নিয়ে ছোট মাসির জীবন এখন নরক প্রায় ৷ তাদের একটি কন্যা সন্তান , দিপ্তামিতা ক্লাস ১০ এ পরে মাত্র ৷ তাকে মেসো দুন কলেজে ভর্তি করিয়েছিলেন অনেক পয়সা খরচা করে ৷ এখন রোমা মাসি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন ! বেশ খারাপ লাগলো ৷ একটা মানুষ কে কাছে দেখা এত ভালো লোক ৷ কিন্তু ভাগ্যের কি পরিহাস ৷ মা বাবার আদেশ আসলো দিল্লি থেকে ৷ এরকম পরিস্তিতিতে আমার কাছে শুধু আদেশ আসে ৷
"তুই তো অনেক ইনকাম করিস , তুই মাসি কে নিজের কাছে রাখ , অত বড় ফ্ল্যাট , কি করবি একা থেকে , তার চেয়ে মাসি রান্না বান্না করে দেবে আর দীপা কলেজের ছুটিতে আসবে থাকবে ৷ মাসির আমরা ছাড়া কে আছে বল ৷ মাসি কে একটা ভালো কাজ দেখে দে মাসি তো BA পাস !" মার আদেশএ আমার সোনার লঙ্কা ছারখার হয়ে গেল ৷ মনীষা কে জানালাম যে আমাদের মস্তির দিন শেষ ৷ আর বন্ধুরা যারা আস্ত আমার ঘরে বেপরওয়া মস্তি করত তাদের গার্লফ্রেন্ড দের নিয়ে তাদের আশা হতাশা তে পরিনত হলো ৷ মাসির বয়স এমন কিছু বেশি ছিল না যে জীবন শেষ হয়ে গেছে ৷ ৪০ শেষ করেচে সবে ৷ কিন্তু এমন প্রৌরা মহিলা কে ঘরে রাখা মানে নিজের সব প্রাইভেসি তে আমের আঁটি ৷ ফোনে মাসির কান্না হাতে পায়ে ধরা সুনে আমার বুক গলে গেল ৷ মাসির দেনা শোধ করতে করতে আমার পুজি প্রায় শেষ হবে হবে এমন সময় মাসির মেয়ের কলেজ থেকে ফোনে আসলো সামনের বছরের টিউসন ফী ভরতে হবে ৷ অনেক টাকাই নেই নেই করে খরচা হয়েছে ৷ বাদ্য হয়েই সেভিংস এর কিছু কালো টাকা ভাঙিয়ে ড্রাফট করে পাঠিয়ে দিলাম ৷
আমার বয়স তখন ১২ বা ১৩ হবে৷ ফরিদপুর থেকে জালালগড় না হলেও ৩৫ -৪০ কিলোমিটার তো হবেই ৷জালাল গড়ে বাবা কাজ করতেন কাপড়ের মিলে ৷ ছোট মাসি ফরিদপুরে থাকতেন ৷
এমনি ঝারখন্ডে এখনকার মত ভালো যাতায়াত ছিল না ৷ সকাল আর দুপুর মিলিয়ে মোট ৩ টিই বাস ছিল সারা দিনে ৷ খুব বদমাইশ ছিলাম বলেই দাদা বোর্ডিং এ ভর্তি করে দেন ৷ দাদা তখন BSF এর লেফটেনান্ট ৷ বোর্ডিং এর ছুটি তে পালা করে আমাদের ছোট মাসির বাড়িতে ছুটি কাটাতে যেতে হত ৷ মা সরকারী চাকরি করতেন তাই সময় সুযোগ হত না দেখেই সুনু দির সাথেই আমাদের পাঠিয়ে দিতেন ৷পাহাড়ে ঘেরা জায়গাটা আমাদের খুব ভালো লাগত ৷
৷ সুনন্দা মেসোর ছোট বোন ৷ আমাদের থেকে বিশেষ বড় ছিল না বছর ৫-৬ হবে ৷
দেখতে যেমন মিষ্টি গান তেমন গাইতে পারত ৷ খেলে আনন্দে কেটে যেত আমাদের কৈশোর ৷ মাসির নাম খুব আধুনিক ছিল ৷ মার থেকে ছোট মাসি ১৩ বছরের ছোট ছিলেন ৷ রোমা নাম হলেও সবাই মাসিকে রমা করেই ডাকত ৷ অনেক আদর করতেন আমাদের ৷ আর চূড়ান্ত রান্না ছিল হাতের ৷ তাই ফরিদপুরে আসলে ওনার হাতের লিচুর পুডিং , মোরব্বা , কই মাছের কালিয়া, আনারসের চাটনি খেয়ে মন ভরে যেত ৷ যা বানাতেন মুখে স্বাদ লেগে থাকত ৷ মেসো ব্যবসাই ছিলেন ৷ এর পর আমরা ব্যারাকপুরে চলে আসি বাবার বদলি হয় ৷ ছোটবেলার সোনালী দিন গুলো চোখে ভাসে ৷ আমরা সুনন্দা কে কোনদিন মাসি বলি নি ৷
সুনুদী করেই ডাকতাম ৷ বিহার থেকে ফিরে এসে সুনুদির সাথে বা বড় মাসির সাথে যোগাযোগ হারিয়েই গেছিল ৷ চিঠি ছাড়া কোনো যোগাযোগ থাকত না প্রায় ৷ আর আমাদের বাড়িতে ফোন অনেক পরেই এসেছিল ৷ বাবার বদলির ৪ বছর পরে মাও বদলি হয়ে চলে আসেন ৷ আমাদের ব্যস্ত ময় জীবন চলতে থাকে ৷ আসতে আসতে স্মৃতি ম্লান হতে থাকে ৷
কলেজ শেষ করে কলেজ শেষ করে, উনিভার্সিটি ছাড়িয়ে বেশ বড় হয়ে যাই গাছের মত ৷ মা বাবার বয়েস হয়েছে দুজনেই রিটায়ার করে দাদার আশ্রয় নিয়েছেন ৷ দাদার দুই ছেলেমেয়ে ৷ দাদা তার পরিবাব মা বাবা কে নিয়ে খুব খুশি ৷ আমি ছোট বলে আমার উপর দায়িত্ব কম ছিল ৷ বয়স ২৭ বিয়ে করলেই করা যায় কিন্তু বিয়ের দিকে তেমন টান ছিল না ৷ দাদা আম্বালা চলে যাওয়ার পর থেকেই আমি একটু বেশি বেপরোয়া হয়ে উঠলাম ৷ ভালো ব্যাঙ্কে উচু পোস্টে চাকরি করার সুবাদে পইসার অভাব হত না ৷
বছরে এক্দুবার করে মাবাবা এসে থাকলেও দাদার বাছাদের প্রতি তাদের টান থাকার কারণে আম্বালা ফিরে যেতেন ৷
মা চাইতেন আমরা সবাই এক সাথে থাকি কিন্তু তা সম্ভব হত না ৷ মোবাইল বা ফোনের দৌলতে এখন কোনো দুরত্ব দূর ছিল না ৷ মনীষা কে আমার ভালো লাগত কিন্তু বউ হিসাবে ওকে ভাবি নি ৷
মাঝে মাঝেই আমার ফ্ল্যাটে চলে আস্ত রবিবার ৷ আর আমার রবিবার ভীষণ ব্যভিচারী রবিবারে পরিনত হত ৷ সম্ভোগ বা বিকৃত যৌন খেলা খেলেই আমার সময় কেটে যেত ৷ মনীষা সেরকমই মেয়ে ছিল ৷ ইংরেজি কলেজে পড়ার দৌলতে সব কিছুই রপ্ত করে নিয়েছিল অল্প বয়েসে ৷ মুখ দিয়ে চুসে দেওয়ায় হয়ত কোনো পেয়েই পাল্লা দিতে পারবে না ৷ মনীষা আমাকে বিয়ে করবে বা আমাকে ভালবাসে এমন সম্পর্ক আমার আর ওর ছিল না ৷ সোজা কোথায় একে অপরের পরিপূরক ছিলাম ৷ আর অফিসে ওহ আমার সাবঅর্ডিনেট ৷ দিন গুলো খাপছাড়া কাটলেও বুঝতে পেরেছিলাম জীবনে ভোগের মানে কি ৷ কিছুদিন পর জানতে পারলাম দাদা দিল্লি তেই থাকবে আর সেখানে বাড়ি কিনছে ৷
দাদার দুই ছেলে মেয়েকে সামলে বাড়ি কিনতে অনেক টাকার দরকার পড়ল৷ মা বাবা তাদের জমানো টাকা ঢেলে দিলেন দাদার বাড়ির পিছনে ৷ পেল্লাই এক খানা বাড়ি কিনে দাদা দিল্লি বাসী হয়ে গেলেন ৷ আগে মত শাসন না করলেও সপ্তাহে এক বার ফোনে লেকচার সুনতে হত ৷ তারাও আমার বিয়ের জন্য উঠে পরে লাগলেন ৷ আমার ব্যারাকপুরের ফ্ল্যাটে আমার সাজানো গোছানো সাম্রাজ্যে ঘন কুয়াশায় ঢেকে গেল ৷
যখন খবর আসলো ব্যক্তি গত শত্রুতার জেরে মেসোর বন্ধুরা তাকে ঠকিয়ে পথে বসিয়ে দিয়েছেন ৷ সব থেকে আশ্চর্যের বিষয় মেসো এই সব কথা বাড়িতে জানানোর ইচ্ছা পর্যন্ত করেন নি ৷ সুনন্দা দির বিয়ে হয়েছে বিহারেই কিন্তু তার শশুর বাড়ির লোকেরা বিশেষ ভালো ছিলেন না ৷ তাই তারা মেসোমশাই কে সাহায্য করতে অস্বীকার করে ৷ মেসোর অমন সুন্দর বাড়ি খানা বিক্রি করেও ধার শোধ করা যায় নি ৷ এমন অবস্তায় মেসো আত্মহত্যার পথ বেছে নেন ৷ চারিদিকে ঋণের বোঝা আর পাওনাদারদের যন্ত্রণা নিয়ে ছোট মাসির জীবন এখন নরক প্রায় ৷ তাদের একটি কন্যা সন্তান , দিপ্তামিতা ক্লাস ১০ এ পরে মাত্র ৷ তাকে মেসো দুন কলেজে ভর্তি করিয়েছিলেন অনেক পয়সা খরচা করে ৷ এখন রোমা মাসি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন ! বেশ খারাপ লাগলো ৷ একটা মানুষ কে কাছে দেখা এত ভালো লোক ৷ কিন্তু ভাগ্যের কি পরিহাস ৷ মা বাবার আদেশ আসলো দিল্লি থেকে ৷ এরকম পরিস্তিতিতে আমার কাছে শুধু আদেশ আসে ৷
"তুই তো অনেক ইনকাম করিস , তুই মাসি কে নিজের কাছে রাখ , অত বড় ফ্ল্যাট , কি করবি একা থেকে , তার চেয়ে মাসি রান্না বান্না করে দেবে আর দীপা কলেজের ছুটিতে আসবে থাকবে ৷ মাসির আমরা ছাড়া কে আছে বল ৷ মাসি কে একটা ভালো কাজ দেখে দে মাসি তো BA পাস !" মার আদেশএ আমার সোনার লঙ্কা ছারখার হয়ে গেল ৷ মনীষা কে জানালাম যে আমাদের মস্তির দিন শেষ ৷ আর বন্ধুরা যারা আস্ত আমার ঘরে বেপরওয়া মস্তি করত তাদের গার্লফ্রেন্ড দের নিয়ে তাদের আশা হতাশা তে পরিনত হলো ৷ মাসির বয়স এমন কিছু বেশি ছিল না যে জীবন শেষ হয়ে গেছে ৷ ৪০ শেষ করেচে সবে ৷ কিন্তু এমন প্রৌরা মহিলা কে ঘরে রাখা মানে নিজের সব প্রাইভেসি তে আমের আঁটি ৷ ফোনে মাসির কান্না হাতে পায়ে ধরা সুনে আমার বুক গলে গেল ৷ মাসির দেনা শোধ করতে করতে আমার পুজি প্রায় শেষ হবে হবে এমন সময় মাসির মেয়ের কলেজ থেকে ফোনে আসলো সামনের বছরের টিউসন ফী ভরতে হবে ৷ অনেক টাকাই নেই নেই করে খরচা হয়েছে ৷ বাদ্য হয়েই সেভিংস এর কিছু কালো টাকা ভাঙিয়ে ড্রাফট করে পাঠিয়ে দিলাম ৷