11-06-2022, 12:25 AM
কিচ্ছু বলিবার নাই
কিঞ্চিৎ সাহস জুগিয়ে জিজ্ঞেস করি
প্রফেসর সালমার কলেজ কোনটা
যদি হেথায় এই অভাগা
এডমিশন টুকু পাই
রমনের গল্পে আর প্রাণে পানি নাই
এইবার স্বচক্ষে তারে দেখিতে চাই।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।