11-06-2022, 12:18 AM
গল্পের ভৌতিক আবহ তৈরী করতে যে প্লট টা ব্যবহার করেছেন সেটা অনবদ্য।
কল্পপুরানের ঘটনার সাথে বর্তমানের যে সংযোগ ঘটালেন দিদি তাতেই তো দিল খুশ। কেবল তো কাহিনীর শুরু তবে শুরুতেই যে হীরার আগমন দেখিয়ে লোভ দেখাচ্ছেন সেটা দুর্দান্ত।
আমরা যতই অসুর বলি ,
ওরাও কিন্তু ভক্ত
তবে ওরা নিষ্ঠা করে
একটু পথভ্রষ্ট।
তবেই না গোবিন্দ দিলো কথা
যতবার যাবি তোরা
পাবি আমার হাতেই মুক্তি।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।