09-06-2022, 09:26 AM
(09-06-2022, 12:35 AM)nandanadasnandana Wrote: আমাকে কেউ একটা গালি দিল। আর আমি সেটা সত্যি ভেবে নিয়ে , সেই গালি টা কে জীবনে জাস্টিফাই করতে লাগলাম। এটা কাজের কথা নয় তো। কই যখন কারোর মা বলে , আমার ছেলে রাজা ছেলে। কই তখন তো কেউ নিজেকে রাজা ভেবে নেয় না? বা রাজার মতন আচরণ ও করে না? তাহলে কেন আমরা একটা গালি কে সত্যি ভেবে নি আর রেগে যাই? আর শুধু রেগেই যাই না, সেই রাগের কারন কেও জাস্টিফাই করি। আমার কথা হলো, নিজের সামান্য জিনিস ও আমি কাউ কে দেব না। কিন্তু যেটা আমার নয় সেটা আমি নেব কেন? কাজেই আমার জিনিস আমি না দেবার জন্য যদি কেউ আমাকে দুর্যোধন বলে, আর সেই নিয়ে দুর্যোধন কে যদি আমি মহান করাই সেটা ঠিক না। বরং উলটো টা ভাবব। আমি পান্ডব, আমি নিজের অধিকার আদায় করে নিয়েছি। আর আমি জয়ী হয়েছি। দুর্যোধন কিন্তু জয়ী হন নি। আমার জিনিস আমি কাউকেই দিই নি। আর দেব ও না। দেখার আঙ্গিক। কেউ কিছু বলল আর সেটা আমি হয়ে গেলাম সেটা তো না। বরং ওদের কে বলবেন, তোমরা দুর্যোধন। আমি লড়াই করে ছিনিয়ে নিয়েছি সেটা , ছল করে নিই নি।
হয়ত আপনার জীবনের ব্যাপারে লিখে ফেললাম। আপনি লিখলেন বলে লিখলাম। খারাপ লাগলে বলবেন ডিলিট করে দেব। আর দিদি নাই বা বললেন। তাতে তো, কিছু বদলে যাবে না ভাই। আপনার পড়েন বলেই লিখি। না হলে লেখার তো গুরুত্ব নেই।
একদমই খারাপ লাগার বিষয় নয় .. আপনি যথার্থ বলেছেন। তবে কেউ আমাকে কোনো বিশেষ নামে সম্বোধন করলো আর আমি নিজেকে পরের দিন থেকে সেটাই ভাবতে শুরু করলাম .. এতটা বোকা আমি নই এবং এতটা গুরুত্ব আমি লোকজনকে দিই না। তবে মুখে যাই বলি না কেন at the end of the day যাদের সঙ্গে ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধূলা করেছি, মারামারি করেছি, পড়াশোনা করেছি .. পরবর্তীকালে তারা তাদের point of view থেকে আমার সম্পর্কে কটু কথা বললে একটু খারাপ তো লাগেই .. তাই শেয়ার করলাম।
মহাকাব্যের বিপুল সংখ্যক চরিত্রের মধ্যে কারোর না কারোর কোনো না কোনো বিশেষ চরিত্রকে পছন্দ হয় .. আমার ক্ষেত্রেও সেই একই ব্যাপার ঘটেছে। এবং সর্বোপরি সেটি একটি so called negative character .. তাই চেনা স্রোতের বিপক্ষে হাঁটতে গেলে একটু বিতর্ক সৃষ্টি তো হবেই, একটু কথা শুনতে হবেই .. এক্ষেত্রেও সেটাই ঘটছে।
আপনাকে দিদি না বলে ম্যাডাম সম্বোধন করেছিলাম .. কথাটা মজা করেই বলেছি। Never mind .. bye