08-06-2022, 09:59 PM
Teaser 1
আবার একটা ম্যাসেজ ওটার পরে। এবারে লেখা - বাবলি আমার সোনা প্লিস আয়। তুই নিজে দেখবিনা কাকুর কি অবস্থা কাল থেকে? আমি জানি তুই চাস। তোকে দেখাবো বলেই তো এসেছি এখানে। তুই নিজেও এটা দেখতে চাস? বল চাসনা? তাড়াতাড়ি কর! বুকটা ধক ধক করছে বাবলির। একদিকে বাবা পাশে, আরেকদিকে বাবার বন্ধুর পাঠানো ম্যাসেজ! একি সাংঘাতিক মুহূর্তের সাক্ষী হচ্ছে আজ সে!
লেখার কাজ চলছে বন্ধুরা।
গরমগরম একটি পর্ব আসতে চলেছে।
দ্বিতীয় টিজারের সাথে সময় জানিয়ে দেওয়া হবে।