08-06-2022, 08:46 PM
(08-06-2022, 03:24 PM)Bumba_1 Wrote:অন্যায় কুরুক্ষেত্রে ঝরলো কৌরবদের রক্তঅধর্মের জয়গান গেয়ে ঘুমায় কুরুক্ষেত্রদ্রৌপদীর ইন্ধন জুড়ে চাতুরির জমা ক্লেদযুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবজাতিস্মরের ইস্তেহারে এবার লজ্জা মোচনএক মহাকাশ ঘৃণা বুকে নিয়ে .. ইতি দুর্যোধন
এই কথাগুলো শুনে আমাকে ভিলেন মনে হচ্ছে তো? একবার দুর্যোধনের point of view থেকে মহাভারতের সমস্ত ঘটনা দেখার চেষ্টা করো .. তাহলে হয়তো বুঝতে পারবে।
প্রথম পর্বের জন্য এটাই আজকের review আমার তরফ থেকে।
বুম্বা দার সঙ্গে আমি সহমত। তথাকথিত অপরাধীর দৃষ্টিকোণ থেকেও ঘটনাক্রম অনুধাবন করা উচিৎ। আমি মনে করি কেউই পুরোপুরি সৎ এবং অসৎ হয়না।
এখানে দুর্যোধনও নিজ জায়গায় সঠিক।
আসলে ইতিহাস ন্যায় অন্যায় দেখে না। ইতিহাস সর্বদা জয়ী পক্ষকে আলিঙ্গন করে। যে জয়ী সে'ই সঠিক।
আমি প্রশ্ন করি,
ভগবান শ্রীকৃষ্ণ একধারে কর্ণকে বলে, "হে বৎস তুমি কুন্তি পুত্র। সুতরাং সমগ্র পাণ্ডব তোমার ভ্রাতা। তুমি তাদের হয়ে যুদ্ধ কর। অপর দিকে অর্জুনকে পরামর্শ দেয় হে অর্জুন এই যে তোমার পিতামহ কে তুমি হত্যা করতে সংকোচ বোধ করছো সে আসলে তোমার কেউ নয়। তুমি কেবল নশ্বর শরীরকে হত্যা করছো আত্মা কে নয়। কারণ আত্মা অবিনশ্বর। সুতরাং গাণ্ডীব ধর আর বাণ নিক্ষেপ করো। নির্দ্বিধায়"
কেনই বা সকল কৌরব কে ছলনার আশ্রয় নিতে হয়েছিল যুদ্ধে জয়ী হবার জন্য। তারা যদি সত্যিই নিজের জায়গায় সঠিক হতো।