08-06-2022, 08:00 PM
(08-06-2022, 04:51 PM)bourses Wrote: বুম্বার মত তোমার কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি বাবান, বিগত বেশ কিছুদিন প্রচন্ড কাজের চাপে আমার ফোরামে আসাই হয়ে উঠছে না... তবে আশা রাখি যত শীঘ্র সম্ভব ফিরে আসবো... শুধু ফিরেই আসবো না, তোমাদের গল্পগুলো গোগ্রাসে পড়ে মতামতও জানাবো...
ক্ষমা চাওয়ার কি আছে? একজন কি নিজ কাজে ব্যাস্ত হতে পারেনা? আগে নিজের ব্যাক্তিগত জীবন তারপরে এসব। আমি জানি তোমার হয়তো ভালো লাগছে এই গল্প কম বেশি যাই হোক। কিন্তু যেকোনো গল্প পড়ার আনন্দ শান্ত মনে। কাজের চাপে হুট্ করে এসে পড়ে যাওয়াতে সেই অনুভূতি পাওয়া সম্ভব নয়। তাই আগে সব কর্ম ব্যাস্ততার চাপ মিটিয়ে ফিরে এসো, তারপরে যত পারো গল্প পোড়ো। ♥️