08-06-2022, 07:53 PM
(This post was last modified: 08-06-2022, 07:54 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
চন্দ্রকান্তার এই দুর্দান্ত অভিযানের সাক্ষী যে আমরাও হতে পারছি তার ডায়রির মাধ্যমে রটা সত্যিই একটা বিরাট পাওয়া। একদিক থেকে দেখলে কি আর? একটা মানবীর জীবনে কাটানো দিনগুলোর ব্যাখ্যা, আবার আরেক ভাবে ভাবলে কত রোমাঞ্চকর সেইসব অভিযান! যাতে ছিল আনন্দ, দুঃখ, জেদ, আবেগ, রাগ, নতুনত্ব, যৌনতা এমনকি ভৌতিক ব্যাপার পর্যন্ত! শরীরের মহাত্ম কি আর তাকে কি কি ভাবে ব্যবহার করা যায়, মনের ক্ষমতা কি আর তার প্রতিফলন, আর শেষে আবেগী কিছু চাহিদা তা সে শরীরের প্রতি হোক কিংবা মনের প্রতি। সবসময় যে সবকিছু শেখার জন্য পড়তে হবে কে বলেছে? মুখে হাসি ফোটানোর লেখার গুরুত্ব কিছু কম নয়। চলুক এইভাবেই এই যাত্রা। আমি ও আমরা হই যাত্রাপথের সঙ্গী ❤