08-06-2022, 07:40 PM
(08-06-2022, 06:38 PM)nextpage Wrote:প্রতিটা বিষয়ের দুটি করে পয়েন্ট অব ভিউ থাকে।বেশির ভাগ মানুষই একদিকে ঝুঁকে থাকে আর সেদিকটাই সত্যের, ধর্মের, ন্যায়ের দিক বলে প্রজন্মের পর প্রজন্ম মেনে নেয়া হয়৷ একদিক থেতে এতগুলো মানুষ ভুল হতে পারে না আবার দ্বিতীয় পয়েন্ট অব ভিউ টাও এড়িয়ে যাওয়া ঠিক না। দুটোকেই যাচাই করার দরকার হয় কিন্তু সাধারণ মানুষ সাধারণ থাকতে ভালবাসে তাই ঐদিকটা ঘাটতে যায় না।
কেবল আজ নতুন করে নয় সৃষ্টির আগে থেকেই দেবতা অসুর কনসেপ্ট এ কিন্তু বরাবরই দেবতাদের জয়গান করা হয়েছে আর অসুরদর মুন্ডুপাত তবে মাঝে মাঝে কিন্তু ঐ অনুরেরাও দেবতাদের চেয়ে ভাল কর্ম করতো কিন্তু ঐ আজন্মের পাপ অসুর তুমি সেখানেই কর্মফলের মারপ্যাঁচ এ নিষ্পেষিত হতে হয়েছে।তুমি এখানে যেমন দুর্যোধন কে চয়েস করলে তেমন অনেকেই রাবন বা অন্যদের করে।তবে বিষয় টা হলো মানুষকে গড়ে তুলতে এই গল্পগুলোর আর্বিভাব তাই সেটা থেকে আমরা বরাবরই সাধারণের সাথে মেশে এমন দিকটাই বেছে নিতে চায় আর সেটাই হয়ে আসছে আদি কাল থেকে।
ভালো বুঝিয়েছেন।