08-06-2022, 04:24 PM
(08-06-2022, 04:18 PM)Bumba_1 Wrote: তুমি যখন দূর্যোধনকে খলনায়ক ভেবেই নিয়েছো .. তখন আর কোনো যুক্তি দিতে চাই না .. কিচ্ছু বলতে চাই না আমার বক্তব্যের স্বপক্ষে .. মুখবন্ধটা অসাধারণ ছিলো .. প্রতি পর্বে এসে মতামত দিয়ে যাবো।
না গো ভাবিনি। আমার তেমন কোন আদর্শ নেই জীবনে। হতে পারে আমি যেমন ভেবেছি তুমি অন্য ভাবে ভেবেছ। তাই জানতে চাইছি তোমার ভাবনা টা কি? খল বলে তো কিছু হয় না। সবাই নিজের জায়গা থেকে ঠিক থাকে তার কর্মের সাপেক্ষে। কাজেই আমি জানতে চাইছি ঠিক কি ভাব তুমি।
গল্পের জন্য তোমাদের প্রশংসা পেলে যে কি ভালো লাগে বলে বোঝাতে পারব না।