08-06-2022, 04:00 PM
(08-06-2022, 03:24 PM)Bumba_1 Wrote:অন্যায় কুরুক্ষেত্রে ঝরলো কৌরবদের রক্তঅধর্মের জয়গান গেয়ে ঘুমায় কুরুক্ষেত্রদ্রৌপদীর ইন্ধন জুড়ে চাতুরির জমা ক্লেদযুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবজাতিস্মরের ইস্তেহারে এবার লজ্জা মোচনএক মহাকাশ ঘৃণা বুকে নিয়ে .. ইতি দুর্যোধন
এই কথাগুলো শুনে আমাকে ভিলেন মনে হচ্ছে তো? একবার দুর্যোধনের point of view থেকে মহাভারতের সমস্ত ঘটনা দেখার চেষ্টা করো .. তাহলে হয়তো বুঝতে পারবে।
প্রথম পর্বের জন্য এটাই আজকের review আমার তরফ থেকে।
দুর্যোধনের পয়েন্ট থেকে কি দেখার কোন দরকার আছে? আমরা কি কোনদিন ও ইংরেজ দের চোখে দেখেছি ওদের কে? কেন এতো অতাচার করেছিল ভারতবাসী সহ পৃথিবীর নানা দেশ কে। কেন দেখিনি? কারন সেখানে আমরা ছিলাম বঞ্চিত। মহাভারত একটা বিশাল মহাকাব্য। আমাদের সেই অধিকার আছে খারাপের চোখ দিয়েও পুরো মহাভারত কে দেখার বা পড়ার। কারন সেখানে আমরা কেউ বঞ্চিত হইনি। আমি জানিনা কোন যুক্তি তে রাবণের চোখে, কর্ণের চোখে বা দুর্যোধনের চোখে দেখব তাদের চারপাশ টা? বা তুমি ই বা কেন দেখছ? নিশ্চই কোন কারণ থাকবে। সেটা না জানলে কিছুই বক্তব্য রাখতে পারা যাবে না। নিশ্চই তোমার মনে হয়েছে দূর্যোধন কোন কারনে বঞ্চিত, তাই সহানুভূতি পাচ্ছে তোমার থেকে। কাজেই যুক্তি না পেলে কিছু বলা যাবে না। আমার ভালো লাগে এই সব যুক্তি রাখতে। অপেক্ষা করব।
তবে এই গল্প টা পড়ছ এটা খুব খুশীর আমার কাছে।