08-06-2022, 01:30 PM
কি দুর্দান্ত শুরু এই মহান কাহিনীর! খুবই উচ্চমানের লেখা তো অবশ্যই। যেভাবে জীবন ও প্রকৃতির মেল বন্ধন তুলে ধরা হয়েছে সাথে অহংকার ও রিপুর প্রকোপ ও মুক্তির পথ এর ঠিকানা তুলে ধরা হয়েছে। কখনো হোক সে মুক্তি স্বইচ্ছায় কিংবা যোগ্য জবাব দেবার জন্য কেউ না কেউ উপস্থিত হবেই। দোষ গুন মিলে মানব সভ্যতা কিন্তু সেটা বিকাশের পথে যাবে নাকি ধ্বংসের পথে সেটা যেন প্রকৃতিই বিচার করুক। তুচ্ছ মানব নয়।