07-06-2022, 12:27 AM
(06-06-2022, 10:51 PM)Bumba_1 Wrote: আজকের পর্ব পুরোপুরি বর্তমান নির্ভর ছিলো। তবে বিভিন্ন সিকোয়েন্সের আনাগোনা গুলিয়ে যাচ্ছিল মাঝেমধ্যে .. একটা করে প্যারাগ্রাফ লাইন করে দিও এডিট করার সময়। অফিসে রুদ্রর রুদ্রমূর্তি আর বাড়িতে তার শান্ত, দায়িত্ববান, কর্তব্যপরায়ণ রুপ চরিত্রটির ধার অতিমাত্রায় বৃদ্ধি করেছে। সব মিলিয়ে খুব ভালো লেগেছে আজকের পর্ব .. keep going bro
তোমার নির্দেশনার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।
আগের পর্ব গুলোতে অতীত বর্তমানের খেলা হয়েছে। এ পর্বে একটু ভবিষ্যৎ ঢুকে আবার ইউ টার্ন নিয়েছে সামনের পর্বেই সেটা খোলাসা হবে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।