06-06-2022, 11:41 PM
এই গল্পের মধ্যেও যে সাংঘাতিক মায়াবী এক জাদু আছে তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। একদিকে এক ক্ষুদার্থ পুরুষের তেজ তা সে বিছানায় হোক বা পদে উন্নত নারীর সামনে হোক। আবার যেন এক অন্য পুরুষের গল্পও আছে যে এক সন্তান, যে বাবা মায়ের আদুরে দুস্টু ছেলে। যার বোন তার প্রাণ, পিতা মাতা তার জীবন। দায়িত্ব পালনে নেই কোনো ফাঁকি। এই পর্বেও শুরুর পর্ব যতটা আকর্ষক, শেষের অংশ ততটাই মধুর। অসাধারণ একটি গল্প পাচ্ছি আমরা আবারো
শেষে এটাই বলবো - তারমানে ম্যানেজার ম্যাডামও কি রূদ্র বাবুর রূদ্র রূপের সাক্ষী? তারমানে কি ম্যাডামও একদা একসময়.........?
শেষে এটাই বলবো - তারমানে ম্যানেজার ম্যাডামও কি রূদ্র বাবুর রূদ্র রূপের সাক্ষী? তারমানে কি ম্যাডামও একদা একসময়.........?