05-06-2022, 08:53 PM
Marvelous!!! আমি চোখ সরাতে পারলাম না।আপনার ছেলের ছবি দেখে আমি মুগ্ধ।জানিনা আপনার ছেলের বয়স কত হবে। তবে তার ছবি আঁকা অসাধারণ। বিশেষ করে ওই পাখির ছবি এবং গ্রাম্য মহিলার। কি সুন্দর পেন্সিল শেড এবং তুলির টান! জলরঙের ব্লেনডিংও বড় ছেলে যারা আঁকা আঁকি করে তাদের হার মানাবে। আমি বলবো সে যেন আঁকা না বন্ধ করে দেয়। আমাদের প্রজন্মকে পড়ার চাপে অনেক কিছুই ছুঁড়ে ফেলতে হয়েছিল। কিন্তু বর্তমানে দক্ষতাই আসল।
অনেক ধন্যবাদ এইরকম ছবি শেয়ার করার জন্য। আমি ফোটোগ্রাফির থেকে হাতে আঁকা ছবি বেশি পছন্দ করি।
অনেক ধন্যবাদ এইরকম ছবি শেয়ার করার জন্য। আমি ফোটোগ্রাফির থেকে হাতে আঁকা ছবি বেশি পছন্দ করি।