05-06-2022, 06:49 PM
(05-06-2022, 06:22 PM)sudipto-ray Wrote: দিদির এরকম ভালো প্রতিউত্তরে উনি যদি নিজের ভুল কিছুটা বোঝেন। যদিও সেটা প্রায় অসম্ভব। তবে হ্যা, একটা গ্রুপ অবশ্যই আছে, যারা এগুলো করে বেড়াচ্ছে। এদের মতো অসুস্থ মস্তিষ্কের লোকদের ক্ষেত্রে একটা জিনিসই করার থাকে, " JUST IGNORE ".
হ্যাঁ ইগ্নোর ই করি তো। কিন্তু রাগ রিষ রাখতে পারি না মনে। সে আবার আসলে ভাই ই বলব। কি হবে এখানে ঝগড়া করে বলুন তো। এখানে আধিপত্য নিয়েই বা কি হবে? সাধারণ হয়ে থাকতেও একটা মজা লাগে। ভালো লাগা থাকে। সবাই থাকুক নিজেদের মতন লেখা নিয়ে, নিজেদের ইচ্ছে মতন গল্প পড়া নিয়ে। আনন্দই তো সবাই পেতে আসে। ভালো থেকো ভাই।