Thread Rating:
  • 63 Vote(s) - 2.92 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
কাজলদীঘি শ্মশান/পীরবাবার থান--মামনজাফরান (জ্যোতি বন্দোপাধ্যায়)
দুটো দিন খুব চাপের মধ্যে কাটলো। খালি মিটিং। একবার দাদাদের সঙ্গে তো আর একবার নিরঞ্জনদা ইসলাম ভাই, বাসু, অনাদিদের সঙ্গে। কখনও ডাক্তারদার সঙ্গে নার্সিং হোম নিয়ে। মাঝে একবার জায়গাটা সবাই মিলে হৈ হৈ করে দেখে এসেছি। পারতপক্ষে মিত্রাকে কোনো আলাদা করে সময় দিতে পারিনি। শুধু মিত্রা বললে ভুল হবে ওদের কাউকেই সময় দিতে পারিনি। প্ল্যান প্রোগ্রাম করতে করতেই সময় চলে গেছে। আমার কাজ কর্ম দেখে পিকলুর চোখ কপালে উঠে গেছে। হিমাংশু ওকে বার বার বোঝাবার চেষ্টা করেছে, তুমি খুব ভাল করে বুঝে নাও। আমি কিন্তু এখানে খুব বেশি আসতে পারবোনা। তোমাকে আসতে হবে সব কিছু সামলাতে হবে।
 
এনজিওর ব্যাপারটা নিয়েও হিমাংশুর সঙ্গে বসেছি। হিমাংশু মাঝে আমাকে বলেছে তুই এতগুলো মাথায় রেখে চলবি কি করে। আমি হাসতে হাসতে বলেছি আমি একসঙ্গে ছটা জমজ বাচ্চার বাপ হবো। ওরা হেসেছে আমার কথা শুনে। কো-অপারেটিভ নিয়ে একটু মত-পার্থক্য হয়েছিলো আমার সঙ্গে সবার। কিন্তু ডাক্তার দাদার মধ্যস্থতায় সেটা মিটে যায়। ডাক্তার দাদার পারফরমেন্স এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। এককথায় পোড় খাওয়া জিনিষ। নিরঞ্জনদা, অনাদি, বাসু দায়িত্বে থাকবে। দাদা, মল্লিকদা, নিরঞ্জনদা সইয়ের অথরিটি। ইসলাম ভাই দেখাশুনা করবে। আমি ওভারঅল দেখাশুনা করবো। আমাদের ইনটারেস্টের বহর দেখে মিলিরা সবাই ফিক্সড করতে চাইলো। হিমাংশু ওদের বললো আগামী সপ্তাহে কাগজপত্র রেডি করে দিই, তারপর ফিক্সড করবেন।

তবে ছোট ছোট লোন দেওয়া শুরু হয়ে যাবে। এই দায়িত্ব অনাদি আর বাসুর ওপর বর্তালো। লোকবল যা যা লাগবে অনাদি, বাসু নেবে, নিরঞ্জনদা কো-অর্ডিনেট করবে। আমি খালি একটা কথায় নিরঞ্জনদাকে বললাম, পারলে খুব তাড়াতাড়ি দলমত নির্বিশেষ ফ্লারিশ করতে আরম্ভ করো। মাথায় রাখবে রিকভার যেনো হয়। আমার উদ্দেশ্যটা কি তোমাকে আলাদা করতে বলতে হবেনা। নিরঞ্জনদা হাসলো।
বড়মা খিঁচিয়ে উঠলো। দাঁত বার করে হাসিস না, এসে হিসেব নেবো মাথায় রাখিস।

এর মধ্যেই একটা বিষয় লক্ষ করলাম সময় পেলেই মিলি পিকলু আলাদাভাবে ঘুরছে, দু’জনে দু’জনকে সময় দিচ্ছে। মিত্রাকে বললাম ব্যাপারটা একটু দেখ। লাভ এ্যাট ফার্স্ট সাইট কিনা।

একদিন রাতে যাত্রা দেখতে গেলাম। দারুণ এনজয় হলো। আমার পুরনো কলেজের বান্ধবী সৌমির সঙ্গে দেখা হলো। ও এখনো বিয়ে করেনি। মিত্রার সঙ্গে আলাপ করিয়ে দিলাম। ও এখন আমাদের কলেজের প্যারা টিচার, বিয়ে করবেনা। বিধবা মাকে কে দেখবে। বললাম পরের বার এসে তোর সঙ্গে দেখা করবো। ওর মোবাইল নম্বর নিলাম।

খাওয়া দাওয়া, হৈ হুল্লোড়, আর কাজ দুটো দিন কোথা দিয়ে যে কেটে গেলো, বুঝতে পারলাম না। মনে হলো এইতো সকাল হলো। এরি মধ্যে রাত্রি হয়ে গেলো! এর মধ্যেই অর্ককে ফলোআপ করেছি। বিষয়টা জটিল থেকে জটিলতর হয়েছে। এর ফাঁকেই হিমাংশুকে বলেছি আগামী শুক্রবার মিত্রাকে রেজিস্ট্রি করবো, গিয়েই সব ব্যবস্থা করবি।

ওখানকার কাজ চুকিয়ে আমরা সবাই কলকাতা ফিরে এলাম। আসার সময় নীপাকে সঙ্গে করে নিয়ে এলাম। মিত্রার নার্সিং হোমে একবার ঢুকলাম। মিত্রা সকলের সঙ্গে ডাক্তার দাদার আলাপ করিয়ে দিলো। কেউ কেউ ডাক্তার দাদাকে নামে চিনতো। কেউ ডাক্তার দাদার ডাইরেক্ট ছাত্র। হিমাংশু সকলকে নতুন মালিকানার মোটিভেসন বুঝিয়ে দিলো। ছোট্ট মিটিং। ডাক্তার দাদা সমস্ত খোঁজখবর নিয়ে নিলেন। এই নার্সিংহোমের দায়িত্ব যাঁর ওপর আছে তাকে একবার কলকাতায় ডেকে পাঠালেন। ফেরার সময় খুব আনন্দ হলো। দেবাদের মনটা একটু খারাপ হয়ে গেলো। নিরঞ্জনদা ধাবা থেকে বিদায় নিলো। আমরা কলকাতার পথে।
দ্বিতীয় হুগলী সেতু পেরোবার সময় দামিনী মাসিকে ফোন করলাম।
-কিরে এখন কোথায় ?
-হরিশ মুখার্জীতে ঢুকছি।
-আয় সব রেডি করে রেখেছি।
-ঠিক আছে।
বড়মা ছোটমা দামিনী মাসিকে দেখে নি। দাদার মুখ থেকে যা শুনেছে। আমরা কিছুক্ষণের মধ্যে বাড়ির গেটে হাজির হলাম। ভজুরাম নেমেই গেটের সামনে ডাকতে শুরু করে দিলো
-ছগন দাদা ছগন দাদা গেট খোলো।
ছগনলাল গেট খুললো।
আমরা ভেতরে এলাম। সবাই একে একে গাড়ি থেকে নামলো।
দামিনী মাসি এগিয়ে এলো।
দামিনী মাসির পরনে লালপাড় শাড়ি। সৌম্য শান্ত মুখমন্ডল। আজ মাসিকে অনেক বেশি সুন্দর লাগছে।
ভজু গিয়ে দামিনী মাসিকে প্রণাম করেই জড়িয়ে ধরলো। দামিনী মাসির চোখ ছল ছল।
ইসলাম ভাই চেঁচিয়ে উঠলো
-এইতো আবার শুরু করে দিলে।
দামিনী মাসি এসে বড়মা ডাক্তার দাদা, দাদাকে প্রণাম করলো।
-থাক থাক ভাই। বাবাঃ তোমার গলা সেদিন শুনছিলাম। ভয়ে একেবারে কাঠ। আজ দেখে তেমন মনে হচ্ছেনা। তাই নারে মুন্না?
যারা কাজ করছে দেখলাম তারা কমবেশি ইসলাম ভাইকে চেনে। এসে এসে তার ইসলাম ভাইকে সালাম দিয়ে যাচ্ছে।
দাদা আমার দিকে তাকিয় বললো, তুই এসব কি শুরু করেছিস।
তারপর ইসলাম ভাই-এর দিকে তাকিয়ে
-তুমিতো বলোনি আমাকে।
-এটা অনি স্পেশাল। কেন কি বৃত্তান্ত অনি উত্তর দেবে।
-চলো চলো ভেতরে চলো। আমি বললাম।
[+] 2 users Like MNHabib's post
Like Reply


Messages In This Thread
RE: কাজলদীঘি শ্মশান/পীরবাবার থান--মামনজাফরান (জ্যোতি বন্দোপাধ্যায়) - by MNHabib - 10-06-2022, 11:42 AM



Users browsing this thread: 1 Guest(s)