
(05-06-2022, 11:51 AM)Sanjay Sen Wrote: কি বলি বলো তো? কিছু বলার কোনো জায়গাই রাখো নি। ঠিক যেভাবে চেয়েছিলাম সেভাবেই এগোচ্ছে কাহিনী। you're a genius এবার থেকে তোমার গল্প রাতে পড়বো না, চাপ হয়ে যায়। তার থেকে দোকানে এসে পড়াটা অনেক সেফ।![]()
আমি জিনিয়াস কিনা জানি না তবে তোমাদের মতো পাঠক পেয়ে আমি যৎপরোনাস্তি আপ্লুত এবং আনন্দিত। আর একটা কথা .. এবার থেকে আমার গল্প অবশ্যই রাতেই পড়বে .. যা হওয়ার রাতেই হোক, ঘরের ভেতরেই হোক

