05-06-2022, 12:09 PM
(This post was last modified: 05-06-2022, 12:10 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(05-06-2022, 11:49 AM)Sanjay Sen Wrote: ওইটুকু একটা ছেলে আর কি অসাধারণ তার সৃষ্টি। মুগ্ধ হয়ে গেলাম দেখে। জামাইষষ্ঠী কিরকম চলছে, I mean খাওয়া-দাওয়া কিরকম চলছে এখনো পর্যন্ত?
"জামাইষষ্ঠী" শব্দটা ওইরকম ভাবে ফন্ট বাড়িয়ে বল্ড লেটারে লিখে আলাদা করে জোর দেওয়ার দরকার নেই। জামাই যখন বাড়ির ছেলে হয়ে যায়, তখন নিজের ষষ্ঠীর দায়িত্ব (বাজার করার কথা বলছি) নিজেকেই নিতে হয় .. এর বেশি আর কিছু বললাম না বাকিটা তোমরা জানো। আর আমি যেখানে থাকবো সেখানে ভালো ভালো খাওয়া-দাওয়া হবে না তাও কি হয়? এখনো পর্যন্ত সবকিছুই হিট .. সেটা বাম্পারহিট হয় কিনা, দুপুরবেলা বোঝা যাবে।